ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৩ | ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৩- বর্তমান যুগে বেকারত্ব যুবকের পরিমাণ প্রায় বেড়ে চলেছে তাই অনেকেই বাইরে দেশ-বিদেশে কাজকর্মের জন্য চলে যাচ্ছে তাই তার একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডকুমেন্টস পাসপোর্ট । বর্তমানে এই ডিজিটাল যুগে পাসপোর্ট বা আপনার সমস্ত ডকুমেন্টস এমনই একটা প্রয়োজনীয় জিনিস যেটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এবং এটি না থাকলে আপনার প্রচুর ক্ষতিও হতে পারে । আমাদের গুগল নিউজ ফলো করুন ।
তাই আপনাদের এই ই- পাসপোর্ট বানানোর নিয়মকানুন গুলো জেনে রাখা অবশ্যই দরকার কারণ যদি কখনো আপনি ই- পাসপোর্ট বানাতে চান তাহলে কোন ডুবলিকেট বা দুই নম্বরি দালালের কাছে না পড়েন এবং আপনি নিজেই পোস্টটি পড়ে সেই সমস্ত ই-পাসপোর্টের বিষয়ক তথ্য গুলো জেনে নিন ।
আরো পড়ুন - ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত
আর এফ এল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২২
ভিশন ফ্রিজ ১২ সেফটি দাম কত ২০২২
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম | মোবাইলে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
বর্তমানে এই টেকনোলজির যুগে বা ডিজিটাল যুগে ই-পাসপোর্ট বানানো খুবই সহজ এবং নিজের ঘরে বসে একটি কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে বানাতে পারবেন কোনো দুই নম্বরি ছাড়াই । আর এই ই- পাসপোর্ট হাতে পাওয়ার জন্য পূর্বে অনেক সময় লেগে যেত কিন্তু বর্তমানে এই সময়ে মোবাইল বা কম্পিউটার মাধ্যমে করার ফলে খুবই সহজে খুবই তাড়াতাড়ি এই ই-পাসপোর্ট হাতে পাওয়া যায় ।
আপনি যদি প্রথমত এই ই-পাসপোর্ট আবেদন করে দেন তাহলে পূর্ব সিডিউল ছাড়াই স্থানীয় ই- পাসপোর্ট অফিসে আপনি সাবমিট করতে পারবেন। এবং আপনি এটা ধারণা করতে পারেন যে আপনার সমস্ত ডকুমেন্ট যদি সম্পূর্ণ নিখুঁত ও ঠিকঠাক থাকে তাহলে মাত্র ১ মাসের মধ্যে ই-পাসপোর্টটি আপনারা হাতে পেয়ে যাবেন ।
ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩
সরকারের নানা ধরনের কাজের জন্য ডিজিটাল এই যুগে সাধারণত আমরা ব্যবহার করে থাকি মোবাইল বা কম্পিউটার তাই সেরকমই একটি বিশেষ মোবাইল বা কম্পিউটার দ্বারা আবেদন হচ্ছে ই-পাসপোর্ট আবেদন যেটি আপনারা ঘরে বসেই নিজে আবেদন করতে পারবেন ।
তাই আপনারা এই অ্যাপ্লিকেশন টা করার জন্য সর্বপ্রথমে আপনার মোবাইলে বা কম্পিউটারে গুগোল ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে টাইপিং করবেন E - Passport Online Registration Portal তারপর ওয়েবসাইটে প্রবেশ করবেন ।আর তারপরে দেখতে পাবে একটি এপ্লাই অনলাইন (Apply online) নামে বাটন সেটিতে ক্লিক করবেন এবং আবেদনের জন্য সমস্ত প্রক্রিয়া পরপর শুরু হয়ে যাবে । ভিডিওটি দেখে নিন -
ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩ | বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে
বর্তমানে আপনি যদি প্রথমত অনলাইনে e-passport অ্যাপ্লিকেশন করেন বা আবেদন করেন তাহলে তার জন্য কোনো কাগজপত্র লাগবে না । তবে যদি আপনার প্রথম ডকুমেন্ট সহ সম্পূর্ণ কাজগুলি ভালোভাবে হয়ে যায় তাহলে তার পরে যে জিনিস গুলো লাগবে সেগুলি হচ্ছে -
অনলাইন আবেদনের প্রিন্ট কপি ।কপি পাসপোর্ট সাইজের ছবি ।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
ব্যাংকের ফি জমা দেওয়ার রশিদ ।
আরো পড়ুন - দুরন্ত সাইকেল ছবি ও দাম ২০২২
গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২২
হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২২
ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩
বর্তমানে বিশেষকরে পাসপোর্ট বা ই-পাসপোর্ট উভয়ের ক্ষেত্রে তিনটে মাধ্যমের দ্বারা ডেলিভারি হয় । আপনি যখন ই-পাসপোর্ট টি এর সমস্ত কিছু আবেদন করে দেবেন তারপরে বিশেষ সময় অন্তর কর্মদিবস পর ই - পাসপোর্ট হাতে পেয়ে যাবেন । যেগুলি মূলত,
Regular- ১৫ কর্মদিবসExpress- ৮ কর্মদিবসে
Super Express- দুই কর্মদিবস
বিশেষ করে দেশের ভেতরে অতি জরুরী একটি জিনিস পাসপোর্ট এবং এই পাসপোর্ট আবেদন সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য গুলো যদি সঠিক পরিমাণে থাকে তাহলেও তার সাপেক্ষে দুই কর্মদিবসের মধ্যে সুপার এক্সপ্রেস পাসপোর্ট প্রদর্শন করা হয় ।
ই পাসপোর্ট করার খরচ ২০২৩ | ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩
সাধারণত সকল পাসপোর্ট এর খরচ বা দাম এক নই, ডেলিভারির সময় পাসপোর্টের পৃষ্ঠা এবং পাসপোর্টের মেয়াদ সময় সীমার উপর পাসপোর্ট এর খরচ নির্ভর করে । তাই ই-পাসপোর্ট গুলির বিভিন্ন ধরনের মূল্য হয় । যথা,
৪৮ পৃষ্ঠার 5৫ বছর মেয়াদসম্পূর্ণ ই-পাসপোর্ট ডেলিভারি ফি সহ
Regular- ৪ হাজার ২৫ টাকা ।Express- ৬ হাজার ৩২৫ টাকা ।
Super Express- ৮,৬২৫ টাকা ।
৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদীসম্পূর্ণ ই- পাসপোর্ট ডেলিভারি ফি সহ
Regular- ৫ হাজার ৭৫০ টাকা ।Express- ৮ হাজার ৫০ টাকা ।
Super Express- ১০ হাজার ৩৫০ টাকা ।
৬৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদীসম্পন্ন ই-পাসপোর্ট ডেলিভারি ফি সহ
Regular- ৬ হাজার ৩২৫ টাকা ।Express- ৮ হাজার ৬২৫ টাকা ।
Super Express- ১২ হাজার ৭৫ টাকা ।
৬৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদসম্পন্ন ই-পাসপোর্ট ডেলিভারি ফি সহ
Regular- ৮ হাজার ৫০ টাকা ।Express- ১০ হাজার ৩৫০ টাকা ।
Super Express- ১৩ হাজার ৮০০ টাকা ।
ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম | কোথায় টাকা জমা দেবেন
যদিও এই ই-পাসপোর্টের আবেদন অনলাইন দ্বারা সম্পন্ন হলে শ্রেণীবিভাগ অনুযায়ী ফ্রী প্রদান করতে হয় । বর্তমানে সরকারি পেমেন্ট গুলি সম্পূর্ণরূপে ওয়েবসাইট এর দ্বারা বন্ধ রয়েছে ।
অতএব, আপনারা যদি প্রেমেন্ট করতে চান তাহলে সোনালী ব্যাংক , ট্রাস্ট ব্যাংক , ওয়ান ব্যাংক , ঢাকা ব্যাংক , প্রিমিয়ার ব্যাংক ও ব্যাংক এশিয়াতে নিজে হেঁটে গিয়ে টাকা জমা দিয়ে আপনাকে রশিদ সংগ্রহ করতে হবে । এবং যে ব্যাংক ডিপোজিট ফরম টি আছে সেখানে আবেদনকারীর নাম এবং ই-পাসপোর্টে দেওয়া আবেদনকারীর নাম ভিন্ন ভিন্ন হতে হবে ।
এছাড়াও আপনার সমস্ত ডকুমেন্টস সহ ফটোকপি প্রয়োজন হতে পারে । একই সাথে পাশাপাশি অনলাইনে আবেদনের যে প্রিন্ট কপি সেটিও নিয়ে যাবেন ।
এবং আপনাদের সর্বক্ষেত্রে মনে রাখতে হবে যে জিজ্ঞাসিত সকল তথ্যগুলি সব সঠিক আছে কিনা । কারণ যখন পুলিশ ভেরিফিকেশন হয় তখন যদি আপনাদের ওই তথ্যগুলি ব্যতিক্রম কোনো কারণে ভুল পাওয়া যায় তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে হবে । তাই এই পাসপোর্ট বানানোর সম্পর্কে আপনাদের সবাইকে সতর্ক হতে হবে এবং ভালো করে সাবধানতার সঙ্গে এটি হ্যান্ডেল করতে হবে ।
আরো পড়ুন - থাইরয়েড কমানোর উপায় | থাইরয়েড নরমাল কত পয়েন্ট
আর এফ এল ওয়ারড্রব এর দাম ২০২২
tags: bangla natok,bangla new natok,bangla natok 2022,bangla news,natok bangla,bangla cartoon,bangla song,bangla new natok 2022,bangla news today,latest bangla news,bangla tv news,all bangla news,bangla,bangla news live,new bangla natok,bangla animation,bangla news update,bangla golpo,bangla status,bangla stores,new natok bangla 2022,bangla natok 2022 new,poster bangla natok,bangla movie,bangla funny facebook post,bangla animation golpo