অনলাইন উদ্যোক্তার 100 দিন : কিভাবে শুরু করব এফ কমার্স?

অনলাইন উদ্যোক্তার 100 দিন
কিভাবে শুরু করব এফ কমার্স

ডালিয়া সকালেই আধীরা কে আগে জিজ্ঞাসা করলো যে ননদিনী আমার প্রথম কাজ হল নাম নির্বাচন করা তাই তো ?
এটা বইতে দেয়া কিন্তু এটাতো আমার পছন্দ মত দিলেই হয়ে যায় এর জন্য আবার পড়ার কি আছে গো আর ভাবারই বাকি আছে?

আধীরা বলল যে কোন বিজনেস বা উদ্যোগের শুরুতেই যে সমস্যাগুলো আমরা বেশিরভাগ সময় ফেস করে থাকি তার একটি হল নাম নির্বাচন। আরএজন্য আজকে জানাবো কোন কোন দিক খেয়াল রাখলে এই নাম নির্বাচনের ঝামেলা থেকে পরিত্রান পাওয়া যাবে এবং পাওয়া যাবে একটি ইউনিক নাম।

১. ব্যবসার জন্য কঠিন বানান এর নাম এড়িয়ে চলুন

আপনার পরিচিত নাম যেন সহজেই বানান করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি অবশ্যই চাইবেন না যে সম্ভাব্য গ্রাহকরা আপনার ব্যবসাকে অনলাইনে খুঁজে পেতে কোন প্রকার হ্যাসেল সহ্য করুক।
আসলে এ ক্ষেত্রে নিজেকে নিয়ে ভাবুন।

২. ব্যবসার জন্য সহজ ও ছোট নাম নির্বাচন করুন

খুব দীর্ঘ বা জটিল এমন নাম নির্বাচন করবেন না কেননা উচ্চারণে সমস্যা হয় এমন নাম না নেয়া ভালো। আবার আপনি যদি নাম রাখেন অনেক বড় তাহলে সেটাকে এস-ই-ও রেঙ্ক করানো কঠিন হয়ে যাবে। একইসাথে ই-কমার্সের রিচ না হলে আপনার বিজনেস প্রমোট করাও কঠিন হয়ে যাবে।
 আপনার ব্যবসায় এর নাম আপনার গ্রাহকদের পছন্দসই হচ্ছে কিনা তা বুঝতে হবে।
আপনার গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যবসার নামটি নির্বাচন করা উচিত।
কয়েকটি নাম ঠিক করে সম্ভাব্য গ্রাহক পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের মতামত নিতে পারেন।

৩. প্রতিযোগীদের কপি করে নাম রাখবেন না

আপনি যদি দীর্ঘসময়ের জন্য ব্যবসা করতে চান এবং নিজের ব্র্যান্ড বাজারে প্রতিষ্ঠা করতে চান তবে ভুল করেও প্রতিযোগীদের কপি করে নাম রাখবেন না। 
এতে আপনার ব্যবসাটি ভালো পণ্য বা সেবা দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এর কারণ জনপ্রিয় ব্র্যান্ড এর সাথে মিল রেখে নাম রাখলে গ্রাহক আপনার পণ্যকে নকল ভাবতে পারে এবং আপনার ব্যবসা থেকে তারা মুখ ফিরিয়ে নিবে।

৪. নিজের নাম ব্যবহার করা যথাসম্ভব এড়িয়ে চলুন

আপনি যদি কোন প্রতিষ্ঠা ব্র্যান্ড না হন তবে নিজের নাম ব্যবহার করা এড়িয়ে চলুন।
এমনকি যদি ভবিষ্যতে আপনার ব্যবসাটি বিক্রি করতে চান বা ব্যবসাটি বড় করতে চান তবে এটি সমস্যার কারণ হতে পারে। 
তবে হ্যাঁ বিজনেস বড় করার পরে সাধারণত কেউ বেঁচে দেন না এজন্য নিজের নাম ছোট হলে রাখা যায়।

৫. নামটি আকর্ষণীয় কিনা তা মূল্যায়ন করুন

ব্যবসার নাম নির্বাচন করার সময় নামটি আকর্ষণীয় কিনা তা মূল্যায়ন করতে হবে। স্বাভাবিকভাবেই আপনি আপনার ব্যবসায় জন্য বিরক্তিকর নাম পছন্দ করবেন না। এছাড়া হাসি মশকরা করা যায় এমন নাম নির্বাচন করা ঠিক হবে না।
মূলকথা ব্যবসার নামটি যেন সহজে উচ্চারণ করা যায় বানান লিখতে বেশি কাঠ-খড় পোড়াতে হবে না এবং গ্রাহকের মনে থাকবে এমন নামই ব্যবসা কে সফল করে।

৬. ডোমেইন নেম খালি আছে কিনা তা দেখতে হবে

ব্যবসার সাথে মিল রেখে আপনার একটি ওয়েবসাইট খুলতে হবে এবং এজন্য আপনি ব্যবসার যে নাম নির্বাচন করবেন সেই নামে একটি ডোমেইন কিনতে হবে। 
তাই ডোমেইন খালি না থাকলে সেই নামে এড়িয়ে যাবেন।
আপনাকে আসতেই হবে এই কমার্স ইন্ডাস্ট্রিতে।
 এজন্য ডোমেইন আপনার লাগবেই।

ডালিয়া বললো ওরে বাবা একটা নাম চেঞ্জ করতেই এতকিছু বাপু এই কাজ এত সহজ হতো না যদি না লেখাপড়া করে সঠিক জ্ঞান না জানা যায়।

লেখক Md Shouvikur Rahman 

সিলভী সোলায়মান 
ওনার অফ Suzana Boutiques & jamdani


Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi

Next Post Previous Post