প্রশংসিত বই pdf প্রকাশক: মুহাম্মদ আবদুল হাকিম | Proshongsito

গ্রন্থ : প্রশংসিত পিডিএফ ডাউনলোড
প্রকাশক: মুহাম্মদ আবদুল হাকিম
প্রচ্ছদ: মুহাম্মদ রাহাত উদ্দীন
মূল্য: ৪০০ টাকা
র‍্যাটিং: ১০/১০
রিভিউয়ার: মুহাম্মদ আইনান আশরাফী
স্নাতক, ইংরেজি সাহিত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।



লেখক মুহাম্মদ সৈয়দুল হক'র '' প্রশংসিত'' প্রবন্ধ গ্রন্থটি তার সাহিত্য উদ্বোধনী কাজ। উক্ত বইটি নবি '' মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি'র জীবনাচারলব্ধ কাজ। লেখক বইটির প্রারম্ভিকতায় চমৎকার '' উৎসর্গ'' স্যাগমেন্টে কবিতালোকে শুরু করেছেন। সৃষ্টিকুলের নবিকে নিয়ে কবিতা। মুহাম্মদের মুহাম্মদি নিয়ে কবিতা। মুহাম্মদের প্রতি লেখকের অনির্বচনীয় ভালোবাসার অবতারণায় লেখক '' প্রশংসিত'' ভ্রমণ যাত্রা শুরু করেন। '' অভিমত ও প্রাককথন'' অংশটুকু বইটির এক অনন্য আলংকারিক ভূমিকায় অবতীর্ণ হয় যা পাঠক সমাজকে বইটির প্রতি উষ্ণ আবেদন করছে।

''একের পর এক ভেঙে পড়া ঢেউয়ের মাঝে
এক আর্তনাদ-কান্না
মৃত্যুর গুহা থেকে ভেসে আসে বিলাপ
পবিত্র নদীর ফোয়ারাগুলো ফুঁপিয়ে কাঁদে
মনোবেদনা আর দুঃখকাতরতা নিয়ে''
এস্কিলাস

এস্কিলাসের এই বর্ণনার মাঝে প্রকাশিত নবি মুহাম্মদের আবির্ভাব এ ধরার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে। কেননা, এই সে সময়কার ইশারা, যখন পৃথিবীর পারিপার্শ্বিকতা আদর্শের চরম প্রতিকূল সময়, মানুষে মানুষে বন্ধন আর ধর্মীয় পেষণে চারধিক আঁধার নেমে আসে, তখনই মুহাম্মদের শীতল শান্তি আবহ আর পূর্ণিমা শশীর নরম দেহ এবং দেদীপ্যমান সুন্দরের বাসন্তী বাতাসের ধ্বজা সমেত আগমনের কথা জানান দেয়। এ কারণেই মহান আল্লাহ তা'আলা কেবল তাঁকেই দ্যুলোক - ভূলোকে সারা সৃষ্টির জন্য প্রশংসিতরূপে নির্ণেয় করেছেন।

নবি মুহাম্মদ'র জীবন ২২,৯৯৫ দিনের। তেষট্টি বৎসরের। বর্তমান আধুনিক পৃথিবীর কাছে তেষট্টি শব্দটি বেশ ছোটো। কম। কিন্তু মহান প্রভু কী চমৎকার সওগাতরূপে তাঁকে ধরার বুকে প্রেরণ করেন! তাঁর প্রেমিকের তেষট্টি বৎসরের প্রতি ন্যানো সেকেন্ড বিলিয়ন ট্রিলিয়ন বয়সী পৃথিবীর জন্য এক অনন্য উত্তম আদর্শ ও সুমহান শিক্ষার সিলেবাসরূপে রূপ দিয়েছেন। অত্র বইয়ে লেখক এসব অসাধারণ আদর্শনীয় আদর্শসব সাহিত্যের অমায়িক সুরা মিশিয়ে প্রকাশ করেছেন, যা ইত্যবসরে পাঠকবর্গ অতিব আদরের সহিত গ্রহণ করেছেন। মুহাম্মদের প্রাগুক্ত জন্ম কথা, তাঁর শৈশব, তাঁর জীবনের আমুল হুযন, তাঁর বেড়ে উঠা, তাঁর অসাধারণ মেধার পাণ্ডিত্যতা, হিজরত, মিরাজ, অলৌকিক স্বপন, ইসলাম প্রচার, তাঁর সাথি-সাহাবি, তাঁর সহধর্মিণীবর্গ, হেরা গুহায় নিমজ্জনতা, তাঁর নবিত্ব লাভ, সারা সৃষ্টির প্রতি তাঁর হিতকর দৃষ্টিভঙ্গি ইত্যাকার সব ঘটনার অসাধারণ অবতারণায় '' প্রশংসিত'' বইটি মন্ত্রমুগ্ধ সাহিত্য ঢং'এ ঢেউ খেলেছে।


পবিত্র কোরআন শরিফ যদি পৃথিবীর সর্বাধিকবার পঠিত গ্রন্থ হয়, মুহাম্মদের জীবন তবে সর্বাধিক গবেষণা প্রসূত জীবনী তা অস্বীকারের ন্যূনতম অবকাশ রাখে না। বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে হুমায়ুন আহমেদ ও আহমদ ছফা তাদের অসাধারণ সাহিত্য খেল দ্বারা বইবিমুখ বাঙালি জাতীকে যেভাবে বইমুখী করেছেন, টেবিলমুখী করেছেন, গ্রন্থাগার মুখী করেছেন, আমার শক্ত বিশ্বাস, ''প্রশংসিত'' বইটিও মুসলিম এবং নও-মুসলিমকেও মু ম্মদের জীবনমুখী করে তুলবে। আল্লাহ চাহে তো।


একঘেয়ে বায়োগ্রাফী স্যাটায়ার থেকে বের হয়ে লেখক যেভাবে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বায়োগ্রাফীকে প্রবন্ধ স্যাটায়ারে রূপ দিয়েছেন, তা বাংলা সাহিত্য ধারায় নেহাত দেখা মিলে। এ কারণেই '' প্রশংসিত'' বইটি পাঠকদের মনে বাড়তি সাহিত্য আমেজ এনে দিতে সক্ষম।


সর্বশেষে '' প্রশংসিত'' সম্পর্কে বলতে গেলে, '' বইটির রূপ, গন্ধ, ধরণ, ঘটনার আবহ, শব্দ চয়ণ, বাক্য নির্মাণশৈলী, প্রতিটি স্যাগমেন্টের বর্ণনা, স্বাদ ও বন্দনা এবং সাহিত্য রুচিতে সমাহার। বইটি মুহাম্মদ জীবনের অপূর্ব বন্দনার বর্ণিল বন্দর। এক অতৃপ্তি পরিশ্রমলব্ধ সৃজনীসত্তা। এক অমায়িক অশ্রান্ত জীবনোচ্ছ্বাস। বইটির প্রতিটি পৃষ্ঠায় নবি জীবনের অনির্বচনীয় বোধের আবেদন আছে। যা পাঠককুলকে নতুন আঙ্গিকের দিকে নিয়ে যাবে।

প্রশংসিত! এটি শুধুমাত্র বিশেষন নয়। এটি একটি নাম। নাম মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।যাহার নামের অর্থ অতি প্রশংসিত। বাংলা ভাষায় প্রথম(আমার জানা মতে) উপন্যাস আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'কে নিয়ে লিখা সীরাত গ্রন্থ "প্রশংসিত(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

প্রথমে লেখকের কথায় বলি, কোনো বস্তুর বিষয়ে লিখতে প্রয়োজন সে বস্তু সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান,কোনো ব্যক্তি সম্পর্কে লিখতে হলে সে ব্যক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান প্রয়োজন।আর সেই মহান মানব যদি হয় কামলিওয়ালা নবী,দু'জাহানের বাদশা তাহলে শুধুমাত্র জ্ঞান কোনো কাজেই আসবে না।সাথে প্রয়োজন মোহাব্বতের যা না থাকলে আপনার লিখার সার্থকতা নেই।আর সেই জ্ঞান ও মোহাব্বতের সমন্বয় ঘটেছে ভাই "মুহাম্মাদ সৈয়দূল হক" এর লিখাই। নবী প্রেম উনাকেও করেছে সকলের কাছে প্রশংসিত।

এবার বইয়ের কথা বলা যাক,

যদিও আমরা বা আমাদের তরুন ও যুব সমাজ বই পড়া থেকে অনেকটা দূরে আছে তাও বই পড়ে এমন মানুষ কম নেই।তাদের জন্যই এই কথাগুলো।আমাদের লেখকদের অধিকাংশ উপন্যাস কাল্পনিক,তার মাঝেই আমরা ডুবে যাই গল্পের চরিত্র।যেমন জহির রায়হানের " শেষ বিকেলের মেয়ে", "হাজার বছর ধরে" হুমায়ূন আহমদের "হিমু" । আপনারা যারা উপন্যাস পড়তে ভালোবাসেন তাদের জন্য বাস্তব উপন্যাসের একটি বই হচ্ছে "প্রশংসিত"। যা পড়তে আপনাদের বিরক্ত লাগবে না। পাবেন প্রকৃতির নানা রূপ নিজের মাঝে। বই পড়তে পড়তে যখন হারিয়ে যাবেন বুঝতে পারবেন না কখন চোখ বেয়ে অশ্রু চলে এসেছে,কখন ঠোঁটের দু কোণে মুচকি হাসি দিয়েছেন।মাঝে মাঝে মনে হবে আপনি হয়ত নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সামনে দাড়িয়ে সব দেখছেন।যখন কল্পনার জগৎ থেকে কিছুটা ঘোর কাটিয়ে ফিরে আসবেন,তখন হয়ত আপনিও ভাই " মুহাম্মদ ইকবাল"এর মত বলে উঠবেন,
"জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতে,
দু'নয়নে রাসূলে পাক দেখলে কেমন হত।"
"কেমন ছিল সে দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি,
খেলছে শিশু হাসান হুসাইন,সাথে দয়াল নবী।"
আজ এখানেই ইতি টানলাম,ইনশা আল্লাহ বইয়ের কিছু কিছু অংশ যা সবার মনে মোহাব্বত জাগানোর মত এমন কিছু নিয়ে আবার আসব পরবর্তী পর্বে।
 
যারা চট্টগ্রামে আছেন আপনার বইটি পাবেন 
"আলোকবর্তিকা লাইব্রেরি" আন্দরকিল্লা,চট্টগ্রাম।
আর যারা চট্টগ্রামের বাইরে বা চট্টগ্রামের ভেতরে আছেন হোম ডেলিভারিতে বইটি সংগ্রহ করতে চান তাহলে অনলাইন বুক সপ "পুথিনিবাস" পেইজ থেকে বইটি পাচ্ছেন সূলভ মূল্যে।
"মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম"
আল্লাহ হাফেজ।

৫৭০ খ্রিষ্টাব্দের ১২ই রবিউল আউয়াল। সূর্য তখনো ওঠেনি। পৃথিবী যেন একটু আগেই আলোকিত হয়ে গেল। জানা গেল এ আলোর উৎস মক্কার বিখ্যাত হাশিম বংশের ছোট্ট একটি ঘর। সেখানে জন্মেছেন কোরাইশ গোত্রের প্রতাপশালী নেতা আবদুল মুত্তালিবের নাতি। খবর শুনেই নাতিকে দেখতে ছুটে যান তিনি। দেখেন নবাগত হাত-পা নেড়েচেড়ে খেলছেন। নবাগত’র চাঁদবদন দেখে তাঁর হৃদ-মাজারে এক স্বর্গীয় পরশ দোলা দেয়। তিনি অনুধাবন করেন— সেখানে কোনো এক ঐশ্বরিক বার্তা এসেছে। সে বার্তা অল্পক্ষণেই বাগযন্ত্রকে স্পন্দিত করে তুলল। নেচে উঠল ঠোঁট। মুখ থেকে আপনা-আপনি বেরিয়ে আসলো— “মুহাম্মদ—প্রশংসিত!” সেই থেকে শুরু। তারপর আর থামেনি। আজ অবধি চলমান। চলতে থাকবে যুগ-যুগান্তর ধরে। তিনি চির-প্রশংসিত-রূপে উদ্ভাসিত বিশ্বচরাচরে। তাঁর সে প্রশংসাধারার ইতিবৃত্ত, পুণ্যময় জীবনের গতিপথ, লক্ষ্য, উদ্দেশ্য কিংবা অভীষ্ট, চূড়ান্ত পরিচয় ও পরিণতি-সহ নানান দিকের সুনিপুণ বর্ণনার সমাহার এ উপন্যাসধর্মী সিরাত। মাত্র ৬৩ বছরে পৃথিবীবাসী কীভাবে এই কল্যাণধারার সাথে পরিচিত হলো এবং কীভাবে যুগ-যুগান্তরের সকল ধর্মের, সকল জাতের মানুষের কাছে তিনি চির-প্রশংসিত-রূপে উদ্ভাসিত হলেন? ঝরঝরে গদ্যে পড়তে ও জানতে আজই সংগ্রহ করুন ‘প্রশংসিত’।

Click Here To Download PDF


Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi

Next Post Previous Post