জবানের হেফাজত লেখক : ইমাম মুহিউদ্দীন আন নববী রহ. | Jobaner Hefajot By Imam Mohiuddin An Nobobi Rh:
জবানের হেফাজত সম্পর্ক আল্লাহ তাআলা বলেন :
জবানের হেফাজত বই রিভিউ
আমরা কি জানি গীবতের ক্ষতিকর দিক গুলো। জানিনা। তাই না? আসুন তবে জেনে নেওয়া যাক। চেষ্টা করবো গীবতের ক্ষতিকর দিক গুলো তুলে ধরে আপনাদের সতর্ক করার, ইন শা আল্লাহ।
১। মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। (সুরা হুজরাত, ৪৯:১২)
২। আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে,
রাসূল(সাঃ) দুটি কবরের পাশ দিয়ে গেলেন। এমন সময় বললেন, "এদের দুজনের শাস্তি হচ্ছে। আর তাদের আজাব বড় কোনো কারণে হচ্ছে না।"
বুখারীর বর্ণনায় রয়েছে, এর পরে রাসূল (সাঃ) বলেছেনঃ
তবে তা খুবই বড়(গর্হিত) বিষয়। তাদের একজন চোগলখুরি করতো আর অন্যজন প্রস্রাব হতে বেচে থাকতো না। (প্রস্রাবের ছিটা হতে বা প্রস্রাব পরবর্তী পবিত্রতা হতে) (বুখারীঃ২১৬ ; মুসলিমঃ ১০৫)
৩। আবু হুরায়রা(রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সাঃ) বলেন,
"তোমরা কি জানো গীবত কী?
জনপ্রিয় কিছু ইসলামী বইয়ের রিভিউ
অল্প আমল বেশি সাওয়াব , আলী আহমাদ মাবরুর । Olpo Amol Beshi Showab by Ali Ahmad Mabrur.
আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান | ami o amar rob by Noman Ali Khan
উমরের সাথে যখন দেখা হলো লেখক : ড. আদহাম আশ শারকাবি | বই পরিচিতি | omorer shathe jokhon dekha holo
কাজের মাঝে রবের খোঁজে : আফিফা আবেদীন সাওদা | Kajer Majhe Rober Khoje
সাহাবায়ে কেরাম বললেন " আল্লাহ ও তার রাসুল(সাঃ) ভালো জানেন"
তিনি বললেন, " গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা করলে যা সে পছন্দ করেনা। "
বলা হলো, "আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে তবে কী মনে করেন?"
রাসূল(সাঃ) বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে পাওয়া যায় তবেই সেটি গীবত হবে। আর যদি তুমি যা বলছো তা তার মধ্যে পাওয়া না যায় তবে তো তুমি তার নামে অপবাদ রটালে।" (মুসলিমঃ২৫৮৯)
৪। আবু বাকরা (রাঃ) হতে বর্ণিত আছে,
রাসূল(সাঃ) বিদায় হজের সময় মিনাতে কুরবানির দিন তার খুতবায় ফরমানঃ "তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত-আব্রু তোমাদের পরস্পরের জন্য এই শহরে এই মাসে এই দিনের মতোই হারাম। সাবধান! আমি কি পৌঁছে দিইনি?" (বুখারীঃ১০৫]
৫। আয়িশা(রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন,
আমি রাসুল(সাঃ) কে বললাম, "সাফিয়্যাহ(রাঃ) এর এমন এমন আপনার জন্য যথেষ্ট হওয়া উচিত। "
কোনো কোনো বর্ণনাকারী বলেন, এ কথার দ্বারা আয়িশা তার খর্বাকৃতিকেই বুঝিয়েছে।
এ কথা শুনে রাসুল(সাঃ) বললেন, "তুমি এমন কথা বলেছো যে, তা যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রে পানির স্বাদ নষ্ট হয়ে যাবে"
আয়িশা (রাঃ) আরও বলেন, "আমি রাসুলের সামনে এক ব্যাক্তির আলোচনা করলাম।" তিনি বললেন, "আমি এটা পছন্দ করি না যে, আমি কারও সম্পর্কে কিছু বলি আর আমলনামায় এত এত (গুনাহ) লেখা হোক"
(আবু দাউদঃ৪৮৭৫; তিরমিযীঃ২৫০২-২৫০৩)
৬।আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, "রাসুল (সাঃ) বলেন, আমাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যাদের নখ ছিলো তামার। আর তারা তা দিয়ে নিজেদের চেহারা ও বুক আচড়াচ্ছিলো। আমি বললাম, জিবরীল, এরা কারা? তিনি বললেন, এরা ওই সমস্ত লোক, যারা মানুষের গোশত খেতো( গীবত করতো) আর তাদের মানহানি তে লিপ্ত থাকতো।
(আবু দাউদঃ৪৮৭৮]
৭। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, " রাসুল (সাঃ) বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, তার ব্যাপারে মিথ্যা বলবে না, তাকে অসম্মান করবে না। প্রত্যেক মুসলমানের সম্মান, সম্পদ ও রক্ত অন্য মুসলমানের ওপর হারাম। তাকওয়া এখানে(অন্তরে)। কোনো ব্যাক্তির খারাপ হওয়ার জন্য এতোটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ- তাচ্ছিল্য করে"
(তিরমিযীঃ১৯২৭)
৮। আল্লাহ তাআলা বলেন," আপনি যখন তাদের দেখেন যারা আমার আয়াতসমূহে ছিদ্রান্বষেণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়। আলোচনায় মগ্ন হয়, আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ায় পর জালিম সম্প্রদায়ের সাথে উপবেশন করবেন না"
(সূরা আনআম, ৬ঃ৮)
৯। আল্লাহ তাআলা বলেন, " সে যা কিছু উচ্চারণ করে, তা-ই সংরক্ষণ করার জন্য তার নিকটে রয়েছে একজন সতর্ক প্রহরী "
(সূরা ক্বাফ, ৫০ঃ১৮)
১০। আল্লাহ তাআলা আর ও বলেন, "তোমরা একে হালকা মনে করলে ও আল্লাহর নিকট তা বিশাল"
(সূরা নূর, ২৪ঃ১৫)
১১। হাসান বসরীর (রাহঃ) এর ব্যাপারে কথিত আছে যে, জনৈক ব্যাক্তি তাকে বললেন, "আপনি আমার গীবত করেন!" তিনি বললেন, আমার নিকট তোনার মর্যাদা এতোটা সুউচ্চ নয় যে, তোমার জন্য আমি আমার পূণ্য জলাঞ্জলি দেবো"
(ইহইয়াউ উলুমিদ্দীন, ৩/১৪৮)
১২। আব্দুল্লাহ বিন মুবারক (রাহঃ) বলেন, "আমি যদি কার ও গীবত করতাম তবে আমার পিতা-মাতার গীবত করতাম। কেননা, তারাই আমলের সর্বাধিক হকদার।"
(রিসালাতুল কুশাইরিয়াহঃ ১/২৯২)
দেখলেন তো গীবতের ফল কতোটা ভয়াবহ। আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সর্বোচ্চ চেষ্টা করি।
উত্তম কথা ব্যতীত অন্য কথা হতে জবানকে হেফাজত করা
জবানের হেফাজত বইটি PDF Download (short) দেখতে অথবা বইটি ক্রয় করতে নিচে দেখুন ⤵️
Kazi Abul Kalam Siddiq Books
জবানের হেফাজত বইটি PDF Download (short) দেখতে অথবা বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন
Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi