ক্রমিক খুনি - ইতিহাসের কুখ্যাত সিরিয়াল কিলারদের কথকতা | Kramik Khuni - Author Monowarul Islam


❝T͜͡o͜͡ m͜͡e͜͡ k͜͡i͜͡l͜͡l͜͡i͜͡n͜͡g͜͡ p͜͡e͜͡o͜͡p͜͡l͜͡e͜͡ i͜͡s͜͡ l͜͡i͜͡k͜͡e͜͡ r͜͡i͜͡p͜͡p͜͡i͜͡n͜͡g͜͡ u͜͡p͜͡ a͜͡ d͜͡u͜͡v͜͡e͜͡t͜͡.... m͜͡e͜͡n͜͡, w͜͡o͜͡m͜͡e͜͡n͜͡ ,o͜͡l͜͡d͜͡ p͜͡e͜͡o͜͡p͜͡l͜͡e͜͡ ,c͜͡h͜͡i͜͡l͜͡d͜͡r͜͡e͜͡n͜͡ t͜͡h͜͡e͜͡y͜͡ a͜͡r͜͡e͜͡ a͜͡l͜͡l͜͡ t͜͡h͜͡e͜͡ s͜͡o͜͡m͜͡e͜͡ . I͜͡ h͜͡a͜͡v͜͡e͜͡ n͜͡e͜͡v͜͡e͜͡r͜͡ f͜͡e͜͡l͜͡t͜͡ s͜͡o͜͡r͜͡r͜͡y͜͡ f͜͡o͜͡r͜͡ t͜͡h͜͡e͜͡o͜͡s͜͡e͜͡ I͜͡ k͜͡i͜͡l͜͡l͜͡e͜͡d͜͡ . N͜͡o͜͡ l͜͡o͜͡v͜͡e͜͡ n͜͡o͜͡ h͜͡a͜͡t͜͡r͜͡e͜͡d͜͡, j͜͡u͜͡s͜͡t͜͡ b͜͡l͜͡i͜͡n͜͡d͜͡ i͜͡n͜͡d͜͡i͜͡f͜͡f͜͡e͜͡r͜͡e͜͡n͜͡c͜͡e͜͡.❞

     -- আনাতোলি ওনোপ্রেইংকো (সিরিয়াল কিলার) 


আমরা জানি, যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায় তাদের ক্রমিক সংখ্যা বলে। যেমন :
১ , ২ , ৩ ..... ইত্যাদি । সুতরাং , ক্রমিক হলো ধারাবাহিকতা অর্থাৎ ১,২,৩,....... এভাবে। আর
খুনি হলো হত্যাকারী। 
অতএব, ধারাবাহিকভাবে যারা হত্যাকার্য চালায় তাদেরকেই ক্রমিক খুনি বলা হয়। 

তবে এখানে একটি কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে, যে হত্যাকারী ১ বা ২ জনকে খুন করে তাদের শুধু ‘খুনি' বলা হয়। এবং যে খুনিরা ৩ বা ততোধিক খুন করে বা মানুষ হত্যা করে তাদেরকে ‘ক্রমিক খুনি'
বলা হয়। 

সাধারণত ক্রমিক খুনিরা তাদের মনের তৃপ্তি মেটাতে খুনগুলো করে থাকে। তারা হত্যাগুলো করেন এক মাসের বেশি সময় ধরে এবং দুটো খুনের মধ্যমর্তী সময় বেশ দীর্ঘ হয়। কিছু কিছু জায়গায় আবার কর্তৃপক্ষ হত্যার সংখ্যা দুই বা চার হিসেবে ধরেন। 

✰ আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, 
ক্রমিক খুনিরা ক্রোমের বশবর্তী হয়ে রোমাঞ্চকর অনুভূতি খোঁজে আর্থিক লাভ কিংবা মনোযোগ 
আকর্ষনের জন্য খুন করে। 

          ➤ ফ্ল্যাপ হতে : —

কুড়াল দিয়ে কুপিয়ে দেহটাকে করা হয়েছে নয় টুকরা। শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি করা হবে সাবান। গাঢ় জমাটবাধা রক্তের সঙ্গে মেশান হচ্ছে ময়দা, ডিম, চকলেট, চিনি ও দুধ- তৈরি করা হবে সুস্বাদু টি-কেক!...

═══════════════════════════

মানুষের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে ময়লার ঝুড়ি, চেয়ারের কাভার, লেগিংস, মুখোশ!

মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে বাটি! স্তন দিয়ে বেল্ট! 
মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? নাহ।সিরিয়াল কিলারের কাজ।

১০, ৭০, ১০০, ১৭৫, ২২০, ৩০০ এগুলো নিছক সংখ্যা নয় সিরিয়াল কিলারদের কাছে, এগুলো এক একটা মৃত মানুষের অস্তিত্ব।যাদেরকে তারা খুন করেছে শুধু মাত্র নিজের মানসিক শান্তির জন্য।

“শয়তানকে সাথে নিয়ে আমি জন্মগ্রহণ করেছি”- কথাটা যে বলেছে তার নাম হারমান ওয়েবস্টার মাজেট। মাজেটকে মনে করা হয় আমেরিকার শুরুর দিকের সিরিয়াল কিলারদের পথ প্রদর্শক। সে ২৭ জনকে হত্যার কথা স্বীকার করলেও তার খুনের সংখ্যা ২০০-এর অধিক বলেই ধারণা করা হয়…।

         ➤ পাঠ - প্রতিক্রিয়া : —

ক্রমিক খুনি বইটি দুটি অংশে বিভক্ত করা হয়েছে। এর প্রথমাংশে কুখ্যাত পুরুষ সিরিয়াল কিলার বা ক্রমিক খুনিদের কথা উল্লেখ আছে। সর্বমোট ৫১ জন পুরুষ সিরিয়াল কিলারের কথা উল্লেখ রয়েছে 
বইটিতে । 
আবার বইটির শেষাংশে নারী সিরিয়াল কিলারদের 
কথা উল্লেখ আছে। এখানে ১৪ জন নারী সিরিয়াল কিলারের বর্ণনা দেয়া রয়েছে। 
এখানে নারী সিরিয়াল কিলারদের সংখ্যা কম হলেও তাদের খুনের নৃশংসতা পুরুষদের তুলনায় বেশি । 

বইটিতে খুনিদের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেয়া হয়েছে। এই সংক্ষিপ্ত আলোচনাতেই আমি আমার অনেক অজানা বিষয় জানতে পাই। 
বইয়ে যে কয়েকজন ক্রমিক খুনির বর্ণনা রয়েছে, তাদের সম্পর্কে একটু হলেও ধারণা জন্মেছে আমার। 

ইতিহাস ঘাটলে দেখা যায়, গোটা কয়েক সিরিয়াল কিলার বাদে অধিকাংশই ছোট থেকে অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক অসহায়ত্বের মধ্য দিয়ে, অনেক নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছে।  
এছাড়াও একটি লক্ষনীয় বিষয় হচ্ছে, প্রায় প্রতিটি সিরিয়াল কিলারের মূল টার্গেট ছিল, অল্পবয়স্ক ছেলে-মেয়ে এবং নারীদের নৃশংসভাবে খুন কারা৷ 

বইটির লেখক খুনীদের ছবিসহ তাদের জীবনী বর্ণনা করেছেন বইটিতে। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। 
এছাড়া বইয়ে উল্লেখিত কয়েকজন সিরিয়াল কিলারকে নিয়ে বই এবং মুভি বের হয়েছে ইতিমধ্যে। 
এই বই,ও মুভি সিরিজগুলোর নাম তিনি বইয়ে সুন্দর 
ভাবে উল্লেখ করেছেন। এ বিষটিও ভালো লাগার মতো। 

       ➤ প্রচ্ছদ : —

বইটির প্রচ্ছদ করেছেন সজল ভাই। সজল ভাইয়ের প্রচ্ছদ গুলো ব্যাক্তিগত ভাবে অনেক ভালো লাগে। 
তেমনি ক্রমিক খুনি বইয়ের প্রচ্ছদটাও আমার কাছে 
খুবই ভালো লেগেছে। 

        ➤ মলাট » বাঁধাই » পৃষ্ঠা —

বইয়ের মলাট, বাধাঁই খুবই ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া বইয়ের পৃষ্ঠাগুলোও ছিল খুবই সফ্ট।
যা বই পড়ার সময় আলাদা একটি ফিল নিয়ে এসেছিল মনের মধ্যে। 

         ➤ বানান ও সম্পাদনা : —

বানানে তেমন কোনো ভুল আমার চোখে ধরা পরেনি
। তবে দু - এক জায়গায় একটি শব্দের ভিতর থেকে অক্ষর হারিয়ে গিয়েছে। তাছাড়া আর অন্য কোনো সমস্যা দেখা যায়নি। 
বইয়ের সম্পাদনাও অনেক ভালো ছিল। যা বইটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই দেখতে পাবেন। সম্পাদককেও অসংখ্য ধন্যবাদ। 

         ➤ লেখককে নিয়ে কিছু কথা : —

লেখক মনোয়ারুল ইসলাম ভাই আমার পছন্দের তালিকায় থাকা লেখকদের মধ্যে একজন। বর্তমান সময়ের লেখদের মধ্যে তিনি অনেক ভালো লেখেন৷ 
তার লেখা বেশ কয়েকটি বই আমার লিস্টে আছে। সময় করে পড়ে নিব, ইনশাআল্লাহ। 
লেখকের ক্রমিক খুনি দিয়েই তার লেখা বই পড়া শুরু হলো আমার। বইটা পড়েই তার লেখার মাধূর্য 
আমাকে মুগ্ধ করে দিল। 
বইগুলি লিখতে অনেক কষ্ট করেন তিনি।
লেখকের সামনের বইগুলোর জন্য শুভকামনা। এবং লেখকের জন্য সবসময় দোয়া,ভালোবাসা ও শুভকামনা। 

         ➤ খুচরা আলাপ : —

⚠️ বলে রাখা ভালো, বইটি কোনো ভাবেই অপরাধকর্মকে উৎসাহ করা হয়নি। বইটিতে ক্রমিক হত্যাকারীদের আচরণ বোঝাতে ও সামান্য কিছু ধারনা দেওয়া আছে এবং তাতে সাধারণ মানুষ যেন সচেতন হতে পারে। তাই অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বল চিত্তের মানুষজনকে বইটি থেকে দূরে থাকাই শ্রেয়⚠️

সিরিয়াল কিলারদের নিয়ে আমার ভাবনা চিন্তা অনেক আগে থেকেই। তাদের সম্পর্কে জানার আগ্রহ আমার প্রচুর। ক্রমিক খুনি বইটি থেকে সামান্য হলেও আমি তাদের সম্পর্কে ধারণা নিতে পেরেছি। 

যদি কারো সিরিয়াল কিলারের নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে বইটি পড়তে পারেন। 

✰ এই বইটির নাম মূলত “ইতিহাসের কুখ্যাত সিরিয়াল কিলারদের কথকতা "। বইটি সিরিজ আকারে বের হবে। সিরিজের প্রথম পর্বটিই হলো “ক্রমিক খুনি "।পরবর্তী পর্বগুলো লেখক ধীরে ধীরে পাঠকদের কাছে নিয়ে আসবেন। 

লেখা : Tazmilur Rahman 

➲ বই : ইতিহাসের কুখ্যাত সিরিয়াল কিলারদের কথকতা ( ক্রমিক খুনি) । 
➲ লেখক : Monowarul Islam 
➲ প্রচ্ছদ : সজল চৌধুরী।
➲ জনরা : জীবনী সংকলন।
➲ প্রকাশনী : প্রজন্ম পাবলিকেশন।
➲ প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২১।
➲ মুদ্রিত মূল্য : ২০০ টাকা।
➲ পৃষ্ঠা : ১২০।
➲ পার্সোনাল রেটিং : ৪.২/৫

কষ্ট করে সম্পূর্ণ রিভিউটুকু পড়ার জন্য ধন্যবাদ।
হ্যাপ্পি রিডিং - Tazmilur Rahman


Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi

Next Post Previous Post