৩০০+ বেষ্ট ভালোবাসার ছন্দ ও কবিতা
আপনি কি ভালোবাসার ছন্দ খুঁজছেন? যদি হ্যাঁ হয় তবে এই ব্লগ পোস্টটি আপনার জন্য।
আমরা প্রায় ৩ দিন ধরে অনুসন্ধান করে বেষ্ট ভালোবাসার ছন্দ গুলো নিয়ে এসেছি। আশাকরি আপনাদের ভাল লাগবে। এবং আমার এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি। আমাদের ওয়েবসাইটের মতো এতো সুন্দর ছন্দ আর কোথাও পাবেন না।
২০২২ সালের সেরা বাছাই করা ভালোবাসার ছন্দ
- তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি, তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
- মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো। মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা। নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন।
- যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম। যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম। যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম-আমি তোমাকে ভালবাসি।
- হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই। হাজার জনম চাইনা আমি একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
- ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি।
- স্বপ্ন অনেক তোমায় নিয়ে বুকের মাঝে রাখি, দিবানিশি তোমার ছবি মনের মাঝে আঁকি।
- প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে। ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় , যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
- শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই, দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই, তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই।
- আজ আমি বলে দিবো শুনবে কি তুমি, তোমায় ছাড়া এই জীবনে বাঁচতে চাইনা আমি।
- ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
- মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
- যতই দূরে যাও না কেন, আছি তোমার পাশে যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।
- চাঁদ যেভাবে রাতকে ভালোবাসে, ঠিক আমিও তেমনি করে একজনকে বিষন ভালোবাসি। চাদেঁর ভালোবাসার যেমন কেউ বুঝতে পারে না, ঠিক আমার ভালোবাসাও কেউ বুঝে না।
- তুমি তার জন্য হাঁসো, যে তোমার জন্য কাঁদে। তুমি তার জন্য হারো, যে তোমার জন্য জেতে। আজীবন তুমি তাকেই ভালোবেসো, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে।
- আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ, জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না, রোদ আমার হাসি, কি করলে বুঝবে, বন্ধু তোমায় আমি কত ভালোবাসি।
- আকাশ পানে চেয়ে দেখ জ্বলছে কতো তারা, তুমি ছাড়া এই জীবনে আমি দিশেহারা।
- আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
- আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি, হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি, শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি, মন চায় তোমাকে আরো ভালোবাসি।
- তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়- আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায়, তুমি হাসলে বুঝি মনে হয়, স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।
- তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।
- ভালোবাসার পাল তুলে চলো মোরা ভেসে যাই, অচীন দেশে বাঁধবো বাসা, যে দেশে আর কেউ নাই !
- রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
- একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।
- যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে, যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি, হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
- আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় দিয়েছিল মন, সেই মনেতে তুমি এখন থাকো সারাক্ষণ।
- রাতের স্তব্ধতা জানে, সকাল কতটা বন্য। চিলেকোঠা আড়চোখে খোঁজে, রাতের লাবণ্য..
- তুমি আমার জীবন, তুমি আমার মরন, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা, তুমায় ছাড়া বাচতে পারব না জান। আই লাভ ইউ জান।
- মন যদি কাঁদে আমি আসবো বর্ষা হয়ে, মন যদি হাসে আমি আসবো চাঁদ হয়ে, যদি মন খোঁজে আমি আসবো তোমার মনের মানুষ হয়ে।
- তোমার নুপুর ধ্বনি আমি যখন শুনতে পাই, প্রেমের আবেগে আমি তখন ডুবে যাই।
- বিশ্বাসে তুমি নিঃশ্বাসে তুমি, প্রতিটি মুহুর্তে শুধু তুমি। ক্ষনে ক্ষনে প্রতি ক্ষনে তুমি, প্রানের চেয়েও প্রিয় শুধু তুমি।
- স্কুল লাইফে তোমায় দেখি, কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার নাম।
- জীবন দিয়ে তোমায় আমি বাসি অনেক ভালো, তুমি আমার আঁধার ঘরের ভালোবাসার আলো।
- তোমার এক চোখে আকাশ, অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর পড়ছে শুধু মায়া, হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি, আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালোবাসি।
- রাগ করোনা রাধিকা, তোমায় বড়ো ভালোবাসি। তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি।
- দিন ফুরাবে রাত ফুরাবে, ফুরাবে ফুলের প্রান, সমায় ফুরাবে, জীবন ফুরাবে, ফুরিয়ে যাবে জান, But তোমার জন্য ফুরাবে না, আমার ভালোবাসার টান। I LOVE YOU
- আকাশকে রাখলাম সাক্ষী, বাতাস কে রাখলাম সাক্ষী তোমায় আমি দিয়েছি এই মন। সেই মনেতে তুমি শুধু থাকবে সারাক্ষণ। দূর আকাশের ওই মৃদু হাওয়া বলছে কানে কানে, ভালোবাসব আমি ততদিন যতদিন থাকবো তোমার প্রাণে।
- প্রেম মানে মনের টান, প্রেম মানে একটু রাগ একটু অভিমান, দুইটি পাখির একটি নীর, একটি নদীর দুইটি তির। দুইটি মনের একটি আশা তার নাম হলো ভালোবাসা।
শেষ কথা
আশা রাখি আপনার মনের মত ছন্দ খুঁজে পেয়েছেন। যদি পেয়ে থাকে তাহলে আবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়ে যেতে পারেন।