ন দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | N Diye Sahabider Name Orthosoho - by Ayub

n-diye-sahabider-name-orthosoho

ন দিয়ে পুরুষ/ছেলে / মহিলা সাহাবীদের সেরা নামগুলো অর্থসহ - ন দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের নামগুলো। কোরআনে বর্ণিত ন দিয়ে সাহাবীদের শ্রেষ্ঠ নামগুলো।

 প্রিয় ভাই ও বোনেরা যারা ইন্টারনেটে বা online এ "ন দিয়ে সাহাবীদের নাম অর্থসহ " এভাবে খুঁজেছেন তাদের জন্য এই পোস্ট টি লিখতেছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভলো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের মানে আমার প্রিয় মুসলিম ভাইবোনের কথা ভেবেই এই পোস্টটি তৈরী করেছি। ইসলামের দৃ‌ষ্টিতে বাচ্চা ভূমিষ্ঠ মানে জন্ম হওয়ার পর পরই শিশুটির সুন্দর একটি নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তাব্য।

শিশুর নামের অর্থের উপরেই ডিপেন্ড করে শিশুটি বড় হয়ে রাগী মেজাজের কবে নাকি, নরম মনের মানুষ হবে। প্রতিটি মানুষের নামের প্রভাবে কিন্তু ভালো কাজে বা মন্দ কাজে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। যাইহোক এ ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে যা আপনার একটু কষ্ট করে হার্ড কপিতে বা সফট কবি হাদিস বইয়ে অথবা ইউটিউব করে বিভিন্ন হুজুরের মুখে ও শুনতে পারেন।

আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর ন দিয়ে সাহাবীদের নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।

ন দিয়ে সাহাবীদের নাম অর্থসহঃ

(১) নুয়াইম ইবনে মাসুদ - নামের অর্থ = সফল, খুশি, সুখী।
(২) নাওফিল ইবনে হারিস - নামের অর্থ = আগ্রহী, আকাঙ্ক্ষী।
(৩) নুমান ইবনে বশির - নামের অর্থ = হার্বিংগার অফ গুড থিংস; যিনি সুসংবাদ দেন; সুশিক্ষিত; বুদ্ধিমান।
(৪) নুমান ইবনে আজলান - নামের অর্থ = রাজা, সিংহ।
(৫) নুমান ইবনে মুকাররিন - নামের অর্থ = আল্লাহর সমস্ত নেয়ামত সহ পুরুষ।
(৬) নুয়াইম ইবনে আবদুল্লাহ - নামের অর্থ = আল্লাহর বান্দা।
(৭) নুসাইবা বিনতে কাব - নামের অর্থ = ভাগ্যবতী।
(৮) নুয়াইমান ইবনুল হারিস - নামের অর্থ = অতি সহজকারী।

উপরোক্ত নামগুলো সবই সাহাবীদের নাম, হয়তো কিছু কিছু নামের অর্থ খুজেঁ পাইনি কিন্তু তারপরেও আমার মনে হয় সব নামগুলোর অর্থই পজিটিভ। যাহোক তারপরেও কোনো নাম আপনার শিশুর জন্য নির্বাচন করার পূর্বে নিকটস্থ হুজুরের কাছে নামটি নিয়ে আলোচনা করে দেখে নিবেন।

 পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকলে, পোস্ট লিংকটি কপি করে আপনার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও লাভবান হয়।



Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi

Next Post Previous Post