বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফোন নাম্বার | Biman Bangladesh Airlines contact number
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফোন নাম্বার - বাংলাদেশ বিমানের অফিসিয়াল নাম হচ্ছে “বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স” । এটাই বাংলাদেশ সরকারের একমাত্র এবং এদেশের জাতীয় পতাকাবাহী একটি বিমান পরিবহন সংস্থা । গুগল নিউজ দেখতে এখানে ক্লিক করুন ।
আরও পড়ুন: বারডেম হাসপাতালের ঠিকানা এবং ডাক্তারদের তালিকা
বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স এর আন্তর্জাতিক সকল কার্যক্রম পরিচালিত হয় ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে । এছাড়া তাদের আরও অনেক কার্যক্রম পরিচালিত হয় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালের ঠিকানা ও ডাক্তারদের তালিকা
Biman Bangladesh Airlines phone number - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৫টি দেশের সাথে বিমান চলাচল সচল আছে এবং দেশের অভ্যান্তরে ৭টি রুটে বিমান পরিচালনা করে থাকে, যথা – সৈয়দপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, যশোর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার ।
আজকের “আজকের আইটি.কম” ব্লগ পোস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফোন নাম্বার নিয়ে আলোচনা করবো । যেটা সারা দেশের মানুষের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয় । আশা করি আপনাদের ভালো লাগবে । তাহলে চলুন শুরু করা যাক -----
ঢাকা বিমান অফিসের ফোন নাম্বার
হেড অফিসের ঠিকানা: প্রধান কার্যালয়, বলাকা, কুর্মিটোলা,
ঢাকা - ১২২৯, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮-০২-৮৯০১৬০০ এবং ৮৯০১৬৮০ (পিএবিএক্স) ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অফিসের ফোন নাম্বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা,
ঢাকা-১২২৯, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮-০২-৮৯০১৫০০-১৯ এবং ৮৯০১৬৪০ (পিএবিএক্স) ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং ফোন নাম্বার
২৪/৭ বিক্রয় কেন্দ্র: বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয়, বলাকা গেট, কুর্মিটোলা,
ঢাকা- ১২২৯, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮০-১৭৭৭৭১৫৬৩০-৬৩ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেলা বিক্রয় অফিস ফোন নাম্বার
বিমান ভবন মতিঝিল,
ঢাকা, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮-০২-৯৫৬০১৫১ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশকোনা বিক্রয় কেন্দ্র ফোন নাম্বার
হজ অফিস প্রাঙ্গণ (নিচ তলা),
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে, আশকোনা,
ঢাকা-১২৩০, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮-০২-৭৯১৩৭২৫, +৮৮-০২-৭৯১৩৭১৫, +৮৮-০২-৮৯০১৫০০ এক্সটেনশন ৪১৬১/৪১৬২ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফার্মগেট অফিস ফোন নাম্বার
৮১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট,
ঢাকা-১২১৫, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮-০১৭৭৭৭১৫৬২৫-৬২৬ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধানমন্ডি অফিস ফোন নাম্বার
বাসা ৮৫-সি, ৭৫-ডি, আর/এ রোড-৫/এ, ফার্মগেট,
ঢাকা-১২১৫, বাংলাদেশ ।
ফোন নাম্বার: +৮৮-০১৭৭৭৭১৫৬২৫-৬২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যশোর অফিস ফোন নাম্বার
সবুজ ভিলা, পুরাতন কসবা, যশোর ।
জেলা ব্যবস্থাপক: ০৪২১-৭১৯৯৫, স্টেশন ম্যানেজার: ০৪২১-৭১৯৯৬, বিমান বন্দর: +৮৮-০১৭৭৭৭৭৫২৯
সিলেট বিমান অফিসের ফোন নাম্বার
এয়ারপোর্ট রোড, মজুমদারী,
সিলেট-৩১০০।
ফোন নাম্বার: +৮৮-০৮২১-৭১৭০২৬-২৮, +৮৮-০৮২১-৭১৭৪১১-৭১৭৪২১ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাজশাহী অফিস ফোন নাম্বার
পর্জটন মোটেল, শাহ আব্দুল মজিদ রোড,
শ্রীরামপুর, রাজশাহী-৬০০০ ।
ফোন নাম্বার: +৮৮-০৭২১-৭৭৪৭৮৭, +৮৮-০৭২১-৭৭৪৮৩৮, +৮৮-০১৭৭৭৭৭৫৫৩৬ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর অফিস ফোন নাম্বার
১২২৬ বঙ্গবন্ধু সড়ক, (রংপুর রোড),
সৈয়দপুর, নীলফামারী ।
ফোন নাম্বার: +৮৮-০৫৫২৬-৭১৯৯৫, +৮৮-০১৭৭৭৭৭৫৫৩৮ ।
চট্টগ্রাম বিমান অফিসের ফোন নাম্বার
বিমান ভবন, ১/২, সিডিএ এভিনিউ,
ষোলশহর, চট্টগ্রাম-৪২০৩ ।
ফোন নাম্বার: +৮৮-০৩১-৬৫০৬৭১ – ৭৫, +৮৮-০৩১-৬৫০৯৮২ – ৮৪, +৮৮-০৩১-৬৫১৮৯০ – ৯১ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার অফিস ফোন নাম্বার
মোটেল উপল, পর্যটন হলিডে কমপ্লেক্স,
কক্সবাজার ।
ফোন নাম্বার: +৮৮-০৩৪১-৬৩৪৬১, +৮৮-০১৭৭৭৭৭৫৫২৬ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল অফিস ফোন নাম্বার
৪০ সদর রোড (৩য় তলা),
বরিশাল ।
ফোন নাম্বার: +৮৮-০১৭৭৭৭৭৫৫৩০ ।
আরও পড়ুন: ঢাকা স্কয়ার হাসপাতালের ঠিকানা ও ডাক্তারদের তালিকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পেমেন্ট করুন বিকাশ, নগদ ও রকেটে
এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর যাত্রীরা সহজেই মোবাইল ফোন বা ল্যান্ড ফোনের মাধ্যমে ফ্লাইট-সংক্রান্ত তথ্য, টিকিট বুকিং, টিকিট ক্রয়, যাত্রার তারিখ পরিবর্তন সম্পর্কিত সব সুবিধা সহজেই উপভোগ করতে পারবেন ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানের ১৫টি আন্তর্জাতিক ও সাতটি আভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট ক্রয় করতে বা বুকিং মোবাইল বা ল্যান্ড ফোনের মাধ্যমে দিতে পারবেন । সেক্ষেত্রে ০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২৭১০ এবং ২৭১১ কিংবা সরাসরি ০১৭৭৭-৭১৫৬১৩ নাম্বারে ফোন করা যাবে ।
উল্লেখ্য টিকিটের মূল্য বিমানের নির্ধারিত বিকাশ বা নগদ এর মাধ্যমেও পরিশোধ করা যাবে । টিকিট কেনার পর গ্রাহক তার টিকিটের কপি ইমেইল, হোয়াটসআপ, ইমো বা ভাইবারে পেয়ে যাবেন ।
আন্তর্জাতিক রুটের টিকিট কিনতে হলে গ্রাহকের পাসপোর্টের স্ক্যান কপি ইমেইল বা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন । দেশ অথবা দেশের বাইরে থেকেও এই সুবিধা পাওয়া যাবে । এই সুবিধা পাওয়া যাবে স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত ।
নিন্মে বিস্তারিত দেওয়া হলো -----
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট অফিসের ঠিকানা
প্রধান কার্যালয়, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা- ১২২৯ ।
বিকাশ, রকেট, নগদ (২৪/৭) এর মাধ্যমে পেমেন্ট করা যাবে ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কল সেন্টার (টিকিট)
হটলাইন: +৮৮-০১৯৯০৯৯৭৯৯৭
০১৭৭৭৭১৫৫৬৬ (বিকাশ/নগদ), ০১৭৭৭৭১৫৫৬৬ (রকেট)
+৮৮-০১৭৭৭৭১৫৬২০ (ধানমন্ডি অফিস)
ইমেইল: sms@bdbiman.com
প্রতিদিন (সকাল ০৮:৩০ - রাত ০৮:০০) পর্যন্ত ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাহায্য ডেস্ক (টিকিট)
ফোন নাম্বার: +৮৮-০২-৪১০৯০৯১৩
ফোন নাম্বার: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২৫৩৬ এবং ২৫৪১
ইমেইল: ibebiman@bdbiman.com
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেরত (টিকিট)
হটলাইন: +৮৮-০২-৪১০৯০৮৪৫
ফোন নাম্বার: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন: ২৭৫৫ এবং ২৭৫৬
ইমেইল: iberevenue@bdbiman.com
ইমেইল: iberefund@bdbiman.com
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিক্রয় কেন্দ্র হট লাইন
হটলাইন: +৮৮-০১৭৭৭৭১৫৬৩০
মোবাইল নাম্বার: +৮৮-০১৭৭৭৭১৫৬৩১
ফোন নাম্বার: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন: ২১৩৫ এবং ২১৩৬
ইমেইল: balakadso@bdbiman.com
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হেল্পলাইন (কল সেন্টার)
হটলাইন: +৮৮-০১৯৯০৯৯৭৯৯৭
মার্চেন্ট নাম্বার (লেনদেন)
বিকাশ/নগদ: ০১৭৭৭৭১৫৫৬৬ (এই নম্বরে কল পাবেন না)
রকেট: ০১৭৭৭৭১৫৫৬৬৬ (এই নম্বরে কল পাবেন না)
ইমেইল: sms@bdbiman.com
tags: bangla natok,bangla new natok,bangla natok 2022,bangla news,natok bangla,bangla cartoon,bangla song,bangla new natok 2022,bangla news today,latest bangla news,bangla tv news,all bangla news,bangla,bangla news live,new bangla natok,bangla animation,bangla news update,bangla golpo,bangla status,bangla stores,new natok bangla 2022,bangla natok 2022 new,poster bangla natok,bangla movie,bangla funny facebook post,bangla animation golpo