বাংলাদেশের কুটিরশিল্পে নারী প্রবন্ধ রচনা | কুটিরশিল্পে নারীর অবদান

বাংলাদেশের কুটিরশিল্পে নারী: কুটিরশিল্প বাঙালি নারীদের স্বপ্ন বাস্তবতার এক অনন্য দলিল। কুটিরশিল্পের ভেতর বাঙালি নারীর দীর্ঘায়িত স্বপ্ন হাসি-কান্না, দুঃখকষ্ট, আনন্দ-বেদনা প্রকাশ পেয়েছে। কুটিরশিল্পের নানা নকশার মধ্যদিয়ে বাঙালি জীবনের না বলা উপাখ্যানেরও চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। 


কুটিরশিল্প বাঙালি নারীদের সৃজনশীলতাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকেই বাঙালি নারী তার সৃজনশীলতার সর্বোচ্চ পরিচয় দিয়েছে সর্বক্ষেত্রে। মেধা-মনন ও প্রতিভার সমন্বয়ও ঘটেছে তাতে। বাঙালি নারী তার অবগুণ্ঠন ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। 

বাংলাদেশের কুটিরশিল্পে নারী প্রবন্ধ রচনা

বাংলাদেশের কুটিরশিল্পে নারী

নারীর অবগুণ্ঠন থেকে এই বেরিয়ে আসার ক্ষেত্রে কুটিরশিল্পের রয়েছে বলিষ্ঠ ভূমিকা। শুধু তাই নয়, কুটিরশিল্প নারীর এগিয়ে যাওয়া ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে জোরদার অবদান রেখেছে। সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা ও সমাজে নারীর মান-মর্যাদাও এনে দিয়েছে কুটিরশিল্প। 


নারীর প্রতি শত বছরের শিল্পের হাত ধরে বাংলার অবহেলিত নারী নতুন জীবনের সন্ধান পেয়েছে। পেয়েছে বেঁচে থাকার অবলম্বন। ঐহিত্য আর গৌরবের পথ ধরে বাংলাদেশের কুটিরশিল্প বিশ্বসভায় স্থান করে নিয়েছে। 


একইসঙ্গে কুটিরশিল্প তার নিজস্ব ধারণায় অগ্রসর হয়ে বাঙালির সংস্কৃতি বিশ্বে তুলে ধরেছে। শিল্পসত্তা আর জীবনের পথ চলার কুটিরশিল্প এক অনবদ্য ভূমিকা রেখে চলেছে। কুটিরশিল্পের সঙ্গে নারী অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।



কুটিরশিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলার নারীরা। অর্থনীতির এক সমীক্ষায় জানা যায়, দেশে কর্মজীবী মানুষের প্রায় ২০ শতাংশ মানুষ কুটিরশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে সিংহভাগই নারী। কুটিরশিল্পের ওপর নির্ভর করে লাখ লাখ নারী তাদের জীবিকানির্বাহ করছে। এসব লাখ লাখ নারীর ওপর নির্ভর করছে আরও অসংখ্য জীবন ।


কুটিরশিল্পের মধ্যে রয়েছে তাঁতশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেতশিল্প, ঝিনুক শিল্প, পাট শিল্প, খাদ্য ও খাদ্যজাত দ্রব্যাদি, বস্ত্রশিল্প, সিরামিক শিল্প, রাবার শিল্প, চামড়া শিল্প ইত্যাদি । 

 

অতীতকালে এসব শিল্পের ঐতিহ্য ও গুরুত্ব ছিল অপরিসীম। এসব শিল্পে দেশের লাখ লাখ ভাগ্যবিড়ম্বিত নারী ওতপ্রোতভাবে জড়িত। গৃহবধূ, বিধবা, প্রতিমন্ত্রী নারী এমনকি ছাত্রীরা পড়াশোনার কাকে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। এসব শিল্পে লাখ লাখ নারীর কর্মসংস্থান ও জীবিকানির্বাহ হয়


শীতল পার্টিসহ অনেক হস্ত ও কুটির শিল্পজাত পণ্য দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও রফতানি হচ্ছে। যার ফলে কুটির শিল্পনির্ভর পরিবারগুলোই শুধু আর্থিকভাবে লাভবান হচ্ছে না। বৈদেশিক মুদ্রা অর্জন করছে দেশও। সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি কর্মসংস্থান হচ্ছে গ্রামীণ দরিদ্র নারীর 


কুটিরশিল্পে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের কুটিরশিল্পে বিনিয়োগ করতে সবধরনের সহযোগিতা প্রদান করতে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকারের শীর্ষমহল। 

স্বল্প সুদ ও সহজশর্তে ঋণ প্রদানে নারী উদোক্তাদের কুটিরশিল্পে সম্পৃক্ত করতে নানা ধরনের বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টবিভাগগুলোর প্রতি কঠোর প্রজ্ঞাপনও জারি করেছে সরকার। দেশের অর্থনীতিতে কুটিরশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।



Next Post Previous Post