ট্যাপ মোবাইল ব্যাংকিং | ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড | Tap Helpline Number

 ট্যাপ মোবাইল ব্যাংকিং | TAP মোবাইল ব্যাংকিং বিস্তারিত - TAP হচ্ছে বাংলাদেশের নতুন আরেকটি মোবাইল ব্যাংকিং সার্ভিস বা মোবাইল ব্যাংকিং কার্যক্রম সেবা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ট্রাস্ট ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং কার্যক্রম ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ (TAP) ।

বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন – বিকাশ, নগদ, রকেটের মতো নতুন সংযুক্ত মোবাইল ব্যাংকিং ট্যাপ-এর মাধ্যমেও মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন অর্থ লেনদেনের সেবা পাওয়া যাবে ।   গুগল নিউজ দেখতে এখানে ক্লিক করুন ।

আলহামদুলিল্লাহ অর্থ কি | Alhamdulillah Meaning

সব দেশের মোবাইল কোড নাম্বার ২০২৩ |  All Country Code Number List

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর উপায়

 এভারকেয়ার হাসপাতাল ঢাকা ডাক্তারের তালিকা | Evercare Hospital Dhaka Doctor List

বারডেম হাসপাতালের ঠিকানা এবং ডাক্তারদের তালিকা 

স্কয়ার হাসপাতাল ডাক্তারের তালিকা ঢাকা  | Square Hospital Doctor List

ট্যাপ মোবাইল ব্যাংকিং | ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড | Tap Helpline Number


TAP মোবাইল ব্যাংকিং এর সুবিধা সমুহ

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং তথা ডিজিটাল আর্থিক লেনদেনের নতুন মাত্রায় নিয়ে যেতে এবং TAP এর গ্রাহকদের নিরাপদ সেবা পৌছে দেওয়ার লক্ষে এই সেবা চালু করা হয়েছে । এই নতুন মোবাইল ব্যাংকিং সুবিধার মধ্যে থাকছে ----

১। গ্রাহকের নিজস্ব একাউন্টে টাকা জমা এবং লেনদেন ।

২। অনলাইনের বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ ।

৩। বিভিন্ন ইনসুরেন্স বা বিমার কিস্তি প্রদান ।

৪। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি জমা দেওয়া ।

৫। জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত ফি প্রদান ।

৬। পাসপোর্টের ফি প্রদান ।

৭। বাংলাদেশের প্রধান তিন বাহিনী যেমন – সেনা, বিমান এবং নৌবাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেওয়া ।

৮। বিদেশ থেকে রেমিটেন্স গ্রহন ।

৯। অনলাইন মার্চেন্ট পেমেন্ট ।

১০। সব অপারেটরের মোবাইল রিচার্জ ।


TAP একাউন্ট খোলার নিয়ম

দুই ভাবে TAP এর একাউন্ট খুলতে পারবেন । ১. মোবাইলের মাধ্যমে নিজে খুলতে পারবেন, ২. এজেন্টের মাধ্যমে । একাউন্ট খুলতে আপনার জাতীয় পরিচয় পত্র, একটি মোবাইল লাগবে ।


অ্যাপের মাধ্যমে TAP একাউন্ট খোলার নিয়ম

𛲣 প্রথমে আপনার মোবাইলের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে TAP অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

𛲣 এরপর অ্যাপের উপর ট্যাপ করে এটি ওপেন করুন ।

𛲣 এরপর আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে এবং মোবাইল Operator Select করুন ।

𛲣 এরপর ৩০ সেকেন্ড এর মধ্যে একটি OTP Coad আসবে সেটি টাইপ করুন ।

𛲣 Terms of Use except করুন ।

𛲣 এরপর আপনার বিস্তারিত লিখে কনফার্ম করুন ।

𛲣 এরপর চার ডিজিটের পিন দিয়ে নেক্সট ক্লিক করুন ।

𛲣 এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশের ছবি তুলে কনফার্ম করে নেক্সট ক্লিক করুন ।

𛲣 এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশের ছবি তুলে কনফার্ম করে নেক্সট ক্লিক করুন ।

𛲣 এই ইন্টারফেসে আপনার দেওয়া সকল তথ্য দেখানো হবে এবং কনফার্ম ক্লিক করুন ।

𛲣 এবারে আপনার নিজের ছবি তুলতে বলবে সেটি করে কনফার্ম করে নেক্সট ক্লিক করুন ।

𛲣 এরপর কয়েক সেকেন্ডের জন্য আপনার দেওয়া তথ্যগুলো আবার যাচাই হবে ।

𛲣 এই ইন্টারফেজে লগইন পেজ আসবে ।

𛲣 লগইন পেজে আপনার ট্যাপ একাউন্ট (যে নাম্বার দিয়ে একাউন্ট খুলেছেন) এর নাম্বার ও পিন কোড দিয়ে লগইন করুন ।

𛲣 এখান থেকে ব্যালেন্স চেক সহ যাবতীয় সব কিছু দেখতে পারবেন এবং সকল সুবিধা উপভোগ করতে পারবেন ।

নোটঃ যারা আগে T-Cash ব্যাবহার করেছেন তারা T-Cash এর নাম্বার ও পিন নাম্বার দিয়েও লগইন করতে পারবেন ।


TAP মোবাইল ব্যাংকিং ডায়াল কোড

অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা যেমন – রকেট, বিকাশ ও নগদের মতো TAP ও একটি নতুন মোবাইল ব্যাংকিং সেবা । TAP মোবাইল অ্যাপস এর মাধ্যমে এবং USSD কোড ব্যবহার করে এই সেবা গ্রহন করা যাবে । TAP মোবাইল ব্যাংকিং মেন্যু কোড হচ্ছে *২০১# । *২০১# ডায়াল করে একজন TAP গ্রাহক এই মোবাইল ব্যাংকিং এর যাবতীয় সুবিধা পাওয়া যাবে ।


TAP মোবাইল ব্যাংকিং হেল্পলাইন

কোনো একটি সেবা থাকলে সমস্যা থাকবেই । আর এজন্য TAP এর আছে হেল্পলাইন নাম্বার । নিচে ট্যাপ এর জরুরী যোগাযোগ নাম্বার নাম্বার দেওয়া হলো । এই সুবিধা যে কোনো গ্রাহক ২৪ ঘন্টার জন্যই পাবেন ।

হেল্পলাইন নাম্বার: ০৯৬ ১২২ ০১২০১ (09612201201)

টি এন্ড টি নাম্বার: ০২-৪৮৮১২২৬১

ফ্যাক্স নাম্বার: ০২-৪৮৮১২২৬২

TAP মোবাইল ব্যাংকিং ইমেইল ও ওয়েবসাইট

ইমেইল এড্রেস: complaint@trustaxiatapay.com

ওয়েবসাইট: https://ift.tt/m7n9QU8


TAP ক্যাশ ইন চার্জ

𛲣 এজেন্ট থেকে ক্যাশ ইন: কোনো প্রকার চার্জ ছাড়াই করা যাবে ।

𛲣 বেতন বা কর্পোরেট ক্যাশ ইন: ০.৯০% চার্জ প্রযোজ্য ।

𛲣 স্টুডেন্ট (ছাত্র-ছাত্রী) একাউন্ট ক্যাশ ইন: ০.৬০ চার্জ প্রযোজ্য ।

𛲣 ট্রস্টা ব্যাংকের যে কোনো শাখা থেকে ক্যাশ ইন: কোনো প্রকার চার্জ প্রযোজ্য নয় ।


TAP ক্যাশ আউট চার্জ

𛲣 ডায়াল (USSD) মেন্যু Coad ব্যবহার করে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট: ১.৮০% চার্জ প্রযোজ্য ।

𛲣 TAP মোবাইল অ্যাপ ব্যবহার করে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট: ১.৫০% প্রযোজ্য ।

𛲣 ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখা থেকে ক্যাশ আউট: ১.০০% চার্জ প্রযোজ্য ।


TAP মোবাইল ব্যাংকিং অ্যাপ

TAP মোবাইল ব্যাংকিং অ্যাপ Android এবং iOS উভয় পদ্ধতিতে ব্যবহার করা যাবে । Android এর জন্য Google Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন । অ্যাপল ফোনের জন্য Apple App Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন । এছাড়া নিম্নে লিংকের মাধ্যমেও উভয় platform এর জন্য ডাউনলোড করতে পারবেন ।



ন্ধুরা আশা করি আজকের "ট্যাপ মোবাইল ব্যাংকিং | TAP মোবাইল ব্যাংকিং বিস্তারিত" আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আনকমন এবং আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন আজকের  আইটি  ” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।।



tags: bangla natok,bangla new natok,bangla natok 2022,bangla news,natok bangla,bangla cartoon,bangla song,bangla new natok 2022,bangla news today,latest bangla news,bangla tv news,all bangla news,bangla,bangla news live,new bangla natok,bangla animation,bangla news update,bangla golpo,bangla status,bangla stores,new natok bangla 2022,bangla natok 2022 new,poster bangla natok,bangla movie,bangla funny facebook post,bangla animation golpo

Next Post Previous Post