বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ও ভাড়া 2023 | বনগাঁ থেকে শিয়ালদহ - Bongaon to Sealdah Train Time
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, bongaon to sealdah train time, শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, bongaon to e, শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, bongaon to sealdah train time, শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়স, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time
আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বনগাঁ থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেনের সঠিক সময়সূচী যা আপনাদের অবশ্যই জানা দরকার তা না হলে আপনারা সঠিকভাবে বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনে যেতে পারবেন না, বনগাঁও লোকাল ট্রেন ছাড়ার সময়সূচী ও ভাড়া সব আজকে আলোচনা করব, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়স, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২৩ : আমার মতে পশ্চিম বাংলায়, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার লোকাল ট্রেনগুলো ভিড়ের জন্যে বিখ্যাত। (মাফ করবেন, খ্যাত।) প্রতিদিন এই ট্রেন রুটে যাতায়াত করার জন্য নিত্য যাত্রীদেরকে আমি সালাম জানাই। শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি ২০২২
আরো পড়ুন:
►► বেস্ট ক্যাপশন বাংলা Attitude
►► ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
►► মেয়ে পটানোর রোমান্টিক লাভ লেটার
►► আগামী ৭ দিনের আবহাওয়ার খবর
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়স, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023 - Bongaon to Sealdah Train
আমার মতে পশ্চিম বাংলায়, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার লোকাল ট্রেনগুলো ভিড়ের জন্যে বিখ্যাত। (মাফ করবেন, কুখ্যাত।) প্রতিদিন এই ট্রেন রুটে যাতায়াত করার জন্য নিত্যযাত্রীদেরকে আমি সালাম জানাই।
দুর্ভাগ্যবশত, এই ট্রেন রুটে আমার নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়স, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২৩
রাত ২ টো ৫৮ মিনিট।
ভোর ৪ টে ২৫ মিনিট।
সকাল ৬ টা ৫০ মিনিট।
সকাল ৮ টা ৮ মিনিট।
সকাল ৮ টা ৩২ মিনিট।
সকাল ৯ টা ৫ মিনিট।
সকাল ৯ টা ৪৩ মিনিট (দত্তপুকুর থেকে)।
সকাল ১০ টা ২৮ মিনিট।
Bongaon to Sealdah Train Time Table
সকাল ১১ টা ৩৭ মিনিট (গোবরডাঙা থেকে)।
বেলা ১২ টা ৪৭ মিনিট (হাবরা থেকে)।
দুপুর ২ টো ১২ মিনিট।
দুপুর ২ টো ৫৮ মিনিট (হাবরা থেকে)।
বিকেল ৪ টে ১৫ মিনিট।
বিকেল ৪ টে ৫৩ মিনিট।
বিকেল ৫ টা ৩০ মিনিট।
বিকেল ৫ টা ৩৫ মিনিট (দত্তপুকুর থেকে)।
সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিট।
রাত ৯ টা ১৫ মিনিট।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২২, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২২রাত ৯ টা ২০ মিনিট (গোবরডাঙা থেকে)।
রাত ৯ টা ৩৫ মিনিট।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়স, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Timeবনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023
(একটি ট্রেন শুধু দমদম থেকে ছাড়বে) :
ভোর ৫ টা ৫৪ মিনিট।
সকাল ৭ টা ১২ মিনিট।
সকাল ৮ টা ১০ মিনিট।
সকাল ৮ টা ৩০ মিনিট। (দত্তপুকুর পর্যন্ত)।
সকাল ৯ টা ১০ মিনিট (গোবরডাঙা পর্যন্ত)।
সকাল ১০ টা ৮ মিনিট।
সকাল ১১ টা ২০ মিনিট (হাবরা পর্যন্ত)।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২২, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২২দুপুর ১ টা ৩২ মিনিট (হাবরা পর্যন্ত)।
দুপুর ১ টা ৩২ মিনিট।
দুপুর ৩ টে ১২ মিনিট।
বিকেল ৪ টে ২৬ মিনিট (দত্তপুকুর পর্যন্ত)।
বিকেল ৫ টা ১২ মিনিট।
বিকেল ৫ টা ৪৬ মিনিট।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২২, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী ২০২২
সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিট।
সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট (দমদম জংশন থেকে গোবরডাঙা পর্যন্ত)।
সন্ধ্যা ৭ টা ২৪ মিনিট।
রাত ৯ টা ৪ মিনিট।
রাত ১০ টা ৩৪ মিনিট।
রাত ১১ টা ৪০ মিনিট।
যারা নিত্যযাত্রী, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার বাড়ি বনগাঁ শিয়ালদহ লাইনের মছলন্দপুর থেকে একটু ভিতরে। মাঝে মাঝে হাবরা, বারাসাত কিংবা কলকাতায় যাওয়ার প্রয়োজন পড়লে লোকাল ট্রেনে করেই যেতে হয়।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, ট্রেনগুলো কি খুবই ভিড় হয়?
Bongaon to Sealdah Train Time Table - আমার মতে পশ্চিম বাংলায়, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার লোকাল ট্রেনগুলো ভিড়ের জন্যে বিখ্যাত। (মাফ করবেন, কুখ্যাত।) প্রতিদিন এই ট্রেন রুটে যাতায়াত করার জন্য নিত্যযাত্রীদেরকে আমি সালাম জানাই।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
দুর্ভাগ্যবশত, এই ট্রেন রুটে আমার নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023
এটা আজ থেকে অন্তত ১০ বছর আগের ঘটনা। একটি অনুষ্ঠান বা বিয়েবাড়ি উপলক্ষ্যে আমরা (মা, বাবা, আমি, মাসি এবং মেসো) বিকেলের দিকে শিয়ালদহ থেকে বারাসাতের উদ্যেশ্যে রওনা হই।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়
কোনো এক কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে সবাই এক কামরাতেই যাবো। ট্রেন প্লাটফর্মে আসার আগেই আমরা প্রস্তুত হয়ে যাই। সঙ্গে ছিল বেশ কয়েকটা ব্যাগ।
ট্রেন আসতেই সবাই উঠে পড়ি; আমি ছিলাম মায়ের হাত ধরে। মুহূর্তের মধ্যে পুরো কামরা ভরে যায়, তাই কে কোথায় আছে বোঝা মুশকিল ছিল।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
তার আগে একাধিকবার আমি শিয়ালদহ থেকে ক্যানিং লাইনে যাতায়াত করে গাদা ভিড় চাক্ষুষ করেছি। দূর থেকে দেখতাম বনগাঁ লাইনের লোকালগুলিতে যেন একটু বেশিরকমের ভিড় থাকতো, সে যেকোনো সময়েই হোক। তা বলে শুরুতেই এত ভিড়ের আন্দাজ করতে পারিনি।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
ভেবেছিলাম হয়তো পরবর্তি স্টেশনগুলোতে ভিড় কমবে। কিন্তু, হয়েছিল তার ঠিক উল্টোটি। ক্রমাগত ঐটুকু কামরাতে জনসংখ্যা এত বেড়ে গিয়েছিল, যে পা রাখার জায়গাটুকুও অবশিষ্ট ছিলনা। শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
তার ওপর বিক্রেতা (ভেন্ডর)-দের দাপট! প্রচন্ড গরমে এবং চাপে দম আটকে অচেতন হবার জোগাড়। এর ফাঁকে কখন যে ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিল, আমি বুঝতেও পারিনি। মা হাতখানা ধরে রেখেছিল বলে একটানে ভিড় ঠেলে বের হতে সক্ষম হয়েছিলাম।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
নামার সময় তুমুল ধস্তাধস্তির মুখে পরে আমার পায়ের জুতো-জোড়াটিকে হারাতে হয়। শুধু তাই নয়, ছিঁড়ে গিয়েছিল ব্যাগের হাতল।
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023
আমাদের সকলের অবস্থা হয়েছিল ঠিক ঝোড়ো-কাকের মতো। তবে সুস্থ শরীরে ট্রেনথেকে নামতে পেরে মনে হয়েছিল, "জীবনে দেখার এবং অনুভব করার অনেককিছু বাকি আছে, তাই ঈশ্বর এই যাত্রায় বাঁচালেন।"শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
বাকি কোনো ঘটনা এরকম মনে না থাকলেও, এই অভিজ্ঞতাটা কোনোদিন ভুলবোনা।
জীবনে সেইরকম ভিড়ের মুখোমুখি আমি দ্বিতীয়বার দিল্লীতে রাজীব চৌক মেট্রো স্টেশনে, এবং তৃতীয়বার মুম্বাই লোকালে হই।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
আশা করি, ভবিষ্যতে কোনোদিন এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেও, আমাকে আর কখনো যেন বনগাঁ লোকালে না চাপতে হয়…শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময় 2023, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়স, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়সূচী, বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time, Bongaon to Sealdah Train Time
শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলো কি খুবই ভিড় হয়? নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা
যারা নিত্যযাত্রী, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার বাড়ি বনগাঁ শিয়ালদহ লাইনের মছলন্দপুর থেকে একটু ভিতরে। মাঝে মাঝে হাবরা, বারাসাত কিংবা কলকাতায় যাওয়ার প্রয়োজন পড়লে লোকাল ট্রেনে করেই যেতে হয়।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
মোটামুটি সকালের শিয়ালদহ যাওয়ার ট্রেনগুলোতে আর বিকাল/সন্ধ্যার ফেরার( শিয়ালদহ থেকে বনগাঁর দিকে) ট্রেনগুলোতে অত্যাধিক ভিড় হয়। কোনো কোনো ট্রেনে এতটাই ভিড় হয় যে পা রাখার জায়গা হয় না। শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
আমার যেহেতু ফড়িংয়ের মতো চেহারা, তাই সহজেই লোকের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা যায়! বেশি ভিড় হলে দুটো সিটের মাঝখানে 7/8 জন করেও দাঁড়াতে হয়! ট্রেনে ওঠা কিংবা নামা, দুটোই কষ্টসাধ্য ব্যাপার।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
ভিড় ট্রেনগুলোতে একটা অলিখিত নিয়ম আছে। যারা বসে বসে যাচ্ছে, বারাসাত আসলে তাদেরকে উঠে সামনের জনকে বসার সুযোগ দিতে হবে। শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
এটা মোটামুটি সবাই মেনে চলে। এইসব ট্রেনগুলোতে নিত্যযাত্রীদের ব্যাপক দাপট, কোনো ঝামেলা হলে ওদের সঙ্গে বিতর্কে না যাওয়াই ভালো।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
সকালের ট্রেনগুলো দমদমে গিয়ে প্রায় খালি হয়ে যায়, শিয়ালদহে অল্প লোক নামে। কিন্তু বিকাল/সন্ধ্যার ফেরার ট্রেনগুলো শিয়ালদহ থেকেই ভর্তি হয়ে যায়।শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
প্লাটফর্মে ট্রেন থামার আগেই অনেকে লাফ দিয়ে ট্রেনে ওঠে সিট দখল করার জন্য। ভিড় ট্রেনে 1 ঘন্টার বেশি জার্নি করে গন্তব্য স্টেশনে নামার পর মনে হয় যেন যুদ্ধ জয় করে এলামশিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি ২০২২ শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি ২০২২ শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়সূচি
Source: Website- Quora