নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যায় | Nagad Cash Out Charge
নগদ ব্যাংকিং এর মাধ্যমে একজন কাস্টমার খুব সহজে একজন ব্যক্তিকে টাকা পাঠাতে পারে এবং তার কাছ থেকে গ্রহণ করতে পারে, এবং এই নগদ ব্যাংক একাউন্টে আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা পাঠাতে পারেন এই বিষয়ে নিচে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি । আপনারা পোস্টটি পড়ুন এবং নগদ ব্যাংকিংয়ের সম্পূর্ণ বিষয়টি দেখে নিন ।
আরো পড়ুন - ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত
নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যায়
বাংলাদেশের প্রায় প্রত্যেক লোকের কাছেই নগদ ব্যাংকিং আছে । কারণ এই নগদ ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে টাকা লেনদেন করা যায় এবং যেকোন বিল যেমন ইলেকট্রিক বিল, পানির বিল, আরো অন্যান্য বিল পরিশোধ করা যায় । এই পরিশোধ করার জন্য আপনার মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যায় এর উত্তরে বলে রাখি আপনি নগদে সর্বনিম্ন 50 টাকা ক্যাশ আউট করতে পারবেন ।
নগদ ব্যাংকিং এর মাধ্যমে আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন টাকা ট্রানজেকশন করতে পারেন । এছাড়াও এই মোবাইল ব্যাংকিং আপনার কিছু চার্জ কাটে যেমন প্রত্যেক 1000 হাজার টাকায় 9 টাকা 99 পয়সা চার্জ কাটে । এছাড়াও আপনি নগদ ব্যাংকিং এর মাধ্যমে সর্বোচ্চ ক্যাশ ইন করতে পারবেন 3০০০০ হাজার টাকা । এবং সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন 25000 হাজার টাকা । এছাড়াও নগদ ব্যাংকিং এর মাধ্যমে নিম্নে আমি আরো প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি আপনারা আর্টিকেলে পড়ুন এবং নগদ ব্যাংকিং সম্পর্কে জেনে নিন ।
নগদে সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন করা যায়
বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে না এমন মানুষ খুবই কম । কারণ এই ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং এর সময় নগদ মোবাইল ব্যাংকিং একজন মানুষকে বিভিন্ন দিক থেকে হেল্প করে । যেমন এই ব্যাংকিংয়ে খুব সহজে টাকা গ্রহণ এবং পাঠানো যায় এবং আপনার যাবতীয় ট্রানজাকশন খুব সহজে করা যায় ।
আপনি যদি একজন নগদ ব্যাংকিং কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে নগদ এর সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন করা যায় । এর উত্তরে বলে রাখি নগতের সর্বোচ্চ 30 হাজার টাকা ক্যাশ ইন করা যায় । এছাড়াও নগদ ব্যাংকিং এর মাধ্যমে আপনি আরো অন্যান্য কাজ যেমন কারেন্ট বিল, পানির বিল, এছাড়া আরো অন্যান্য বিল খুব সহজে পরিশোধ করতে পারবেন । তবে হ্যাঁ নগদ ব্যাংকিং এর মাধ্যমে ক্যাশ আউট এবং ক্যাশিয়ের কিছু শর্ত আছে যেমন আপনি সর্বোচ্চ 1000 হাজার টাকা যদি ক্যাশ আউট করেন তাহলে আপনার ৯ টাকা 99 পয়সা চার্জ কাটবে ।
নগদে মাসে কত টাকা লেনদেন করা যায়
আপনি যদি একজন নগদ ব্যাংকিং এর গ্রাহক হয়ে থাকেন এবং আপনার মনে নগদ ব্যাংকিং নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে । যেমন নগদ ব্যাংকিং এ মাসে সর্বোচ্চ কত টাকা লেনদেন করা যায় । কিংবা নগদ ব্যাংকিং এ মাসে সর্বোচ্চ কত টাকা মোবাইল রিচার্জ, কিংবা বিল পেমেন্ট করা যায় । তো এই প্রশ্নের উত্তরে আপনাকে আর গুগল বা ইউটিউবে সার্চ করতে হবে না । কারণ এই আর্টিকেলের মাধ্যমে নগদে মাসে কত টাকা লেনদেন করা যায় তার সম্পূর্ণ একটি চার্ট আমি আপনাদের সুবিধার্থে নিচে দেখিয়ে দিচ্ছি ।
নগদ ব্যাংকিং এর মাধ্যমে মাসে আপনি সর্বোচ্চ ক্যাশ ইন করতে পারবেন ২,০০,০০০ টাকা ।
নগদ ব্যাংকিং এর মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ সেন্ড মানি করতে পারবেন ২,০০,০০০ টাকা ।
নগদ ব্যাংকিং এর মাধ্যমে মাসে আপনি সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন ১,৫০,০০০ টাকা ।
নগদ ব্যাংকিং এর মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ মোবাইল রিচার্জ করতে পারবেন ১.০০.০০০ টাকা
নগদে একদিনে কত টাকা ক্যাশ আউট করা যায় | Nagad Cash Out Charge
বাংলাদেশের একটি জনপ্রিয় ডিজিটাল ব্যাংকিং মাধ্যম হলো নগদ । নগদ ব্যাংকিং এর মাধ্যমে আপনি খুব সহজেই ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবেন এবং আপনার অন্যান্য যাবতীয় প্রয়োজন মেটাতে পারবেন । যেমন ইলেকট্রিক বিল পানির বিল কোন দোকানের বিল খুব সহজে আপনি মেটাতে পারবেন । তাই এত কিছু বিল পেমেন্ট করার জন্য আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে নগদে একদিনে কত টাকা ক্যাশ আউট করা যায় । এই প্রশ্নের উত্তরে আপনি জেনে নিন নগদে একদিনে সর্বোচ্চ ক্যাশ ইন করা যায় 30000 টাকা
নগদে ক্যাশ আউট করার নিয়ম
নগদে ক্যাশ আউট করার নিয়মঃ-
প্লে স্টোর থেকে নগদ ব্যাংকিং এর মোবাইল অ্যাপস টি ডাউনলোড করতে হবে ।
নগদ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ক্যাশ আউট অপশনে ক্লিক করতে হবে ।
যে ব্যক্তিকে টাকা পাঠাবেন সেই ব্যক্তির ফোন নাম্বার কিংবা কিউআর কোড স্ক্যান করতে হবে ।
এরপর আপনি কত টাকা পাঠাবেন তার পরিমাণ আপনাকে বসাতে হবে ।
এরপর নেক্সট অপশনে ক্লিক করে আপনার 4 সংখ্যার গোপন করে দেবেন ।
এরপর ক্যাশ আউট অপশনে ক্লিক করতে হবে ।
এরপর নগদ উপভোক্তার মোবাইল নাম্বারটি দিতে হবে ।
এরপর আপনি কত টাকা পাঠাবেন টাকার পরিমান দিতে হবে ।
সর্বশেষ আপনাকে আপনার একাউন্টের পিন দিয়ে সেন্ড অপশনে ক্লিক করতে হবে ।
নগদে ক্যাশ আউট চার্জ কত
আজকের আইটি ব্লগটি ভিসিট করার জন্য ধন্যবাদ ।
tags: bangla natok,bangla new natok,bangla natok 2022,bangla news,natok bangla,bangla cartoon,bangla song,bangla new natok 2022,bangla news today,latest bangla news,bangla tv news,all bangla news,bangla,bangla news live,new bangla natok,bangla animation,bangla news update,bangla golpo,bangla status,bangla stores,new natok bangla 2022,bangla natok 2022 new,poster bangla natok,bangla movie,bangla funny facebook post,bangla animation golpo