ইসলামের যুদ্ধের ইতিহাস pdf download | Islamer itihase juddho book pdf

4.6/5 - (27 votes)

ইসলামের যুদ্ধের ইতিহাস pdf download | Islamer itihase juddho book pdf. ইসলামের ইতিহাসে যুদ্ধ বইটির লেখক সাদিক ফারহান (Sadiq Farhan) এবং মাকতাবাতুল আসলাফ (Maktabatul Aslaf) কর্তৃক প্রকাশিত ইতিহাস বিষয়ক বই ৷ আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

ইসলামের যুদ্ধের ইতিহাস pdf download

বইয়ের বিবরণঃ ইসলামের ইতিহাসে যুদ্ধ

বইঃ ইসলামের ইতিহাসে যুদ্ধ
লেখকঃ সাদিক ফারহান
প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃ ইতিহাস বিষয়ক বই PDF

ইসলামের যুদ্ধের ইতিহাস বই pdf download

সামরিক বুদ্ধিমত্তা

মিযার অঞ্চলে পৌঁছেই দিগ্বিজয়ী মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ প্রতিপক্ষের সেনাবাহিনীতে অনুসন্ধানী দৃষ্টি দেন । দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং সুক্ষ্ম বুদ্ধিমত্তা খাটিয়ে তিনি অনুধাবন করে নেন , শত্রুপক্ষের সেনাদের হৃদয় ভরে আছে মুসলিম বাহিনীর ভয় । কারণ , ঘাড় কাত করেই তিনি দেখতে পান ফোরাতের পাড়ে যাত্রার জন্য প্রস্তুত হয়ে নোঙর করে আছে বড় বড় নৌ জাহাজ ।

এটা দেখে তিনি মুসলিম বাহিনীর দিকে ঘুরে তাদেরকে যুদ্ধে ধৈর্য ধারণ করার এবং অবিচল থাকার নির্দেশ দেন । বলেন , পেছনে ফেরা ছাড়াই যেন সবাই সামনে অগ্রসর হয় ! পারসিকদের সেনাসংখ্যা ছিল প্রায় ৮০ হাজার । এদিকে মুসলমানদের সেনা ছিল মাত্র ১৮ হাজার । তবে দুপক্ষের শক্তির মূল পরিমাপক ছিল দক্ষ ঘোড়সওয়ারের আনুপাতিক হার । প্রথমেই ময়দানে বেরিয়ে এল পারস্যের সেনাপতি কারিন । সে ছিল দক্ষ ও সাহসী যোদ্ধা ।

ময়দানে পা রেখেই মুখোমুখি মোকাবেলার জন্য কোনো মুসলমানকে বের হয়ে আসতে আহ্বান করল কারিন । তার ডাকে সাড়া দিয়ে একসাথে ময়দানে নেমে এলেন দুজন , সেনাপতি খালিদ এবং অখ্যাত এক আরব বেদুইন । ইতিহাসে যার নাম লেখা হয় মাকিল ইবনু আল – আশা , যার উপাধি ছিল ‘ শুভ্র অশ্বারোহী ’ ।

বেদুইন এই সাহসী সেনা খালিদ ইবনুল ওয়ালিদকে পেছনে ফেলে ময়দানে বেরিয়ে যায় আগে । বাজপাখির মতো সে কারিনের উপর হামলে পড়ে এবং চোখের পলকেই তাকে হত্যা করে ফেলে । এরপর পারস্যের বাহিনী থেকে একসাথে কয়েকজন সাহসী যোদ্ধা এবং নেতাগোছের সেনারা বেরিয়ে আসে ময়দানে ।

পড়ুনঃ বদর যুদ্ধের ইতিহাস PDF

ইসলামের ইতিহাসে যুদ্ধ বই pdf download

মুসলমানদের মধ্য থেকে আসেম ইবনু আমর মোকাবেলা করেন পারস্য সেনাপতি আনোশজানের , মুহূর্তেই তিনি তাকে ওপারে পৌঁছে দেন । এরপর সাহাবি আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু বের হন প্রতিপক্ষের সেনাপতি কাভাডের বিরুদ্ধে , কয়েক মিনিটে তাকেও তিনি পরপারের টিকেট ধরিয়ে দেন । এভাবে পারস্য সেনারা নেতা ও নেতৃত্বহীন হয়ে পড়ে ।

এটা খুবই স্বাভাবিক ছিল যে , নেতাদের কল্লা পড়ে যাবার পর পারস্যের সাধারণ সেনারা দ্রুত ময়দান ত্যাগ করবে ; তাদের সামরিক বন্ধন শিথিল হয়ে যাবে । কিন্তু তাদের ভেতরে মুসলমানদের জন্য জমে ছিল প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধ । পুষে রাখা সেই ঘৃণা ও ক্রোধের বশবর্তী হয়ে তারা মরণপণ যুদ্ধে অবতীর্ণ হলো ।

নিজেদের সর্বোচ্চ দিয়ে তারা মুসলিম বাহিনীকে নিবৃত্ত করতে চেষ্টা করল , কিন্তু শেষপর্যন্ত মুসলমানদের ধ্বংসাত্মক আক্রমণে তারা পদপিষ্ট হয়ে গেল । মুসলিম বাহিনীর পদ চুম্বন করল স্পষ্ট বিজয় । তারা গুরুত্বপূর্ণ শহর আবলেহ দখল করে নিল । যার ফলে ইরাকের দক্ষিণাঞ্চলের ক্ষমতা চলে এল মুসলমানদের হাতে ।

তেমনি সাগর উপকূলের অধিকাংশ জরুরি বন্দর এলাকার নিয়ন্ত্রণ চলে এল খিলাফতের নিয়ন্ত্রণে । তবে এ বিজয় ইরাকের মাটিতে পারস্যের সাথে মুসলমানদের ভয়ঙ্কর কিছু যুদ্ধের দ্বার খুলে দিল । যে যুদ্ধগুলোর সবকটিতেই বিজয় সঙ্গী হয়েছে মুসলমানদের এবং এতদাঞ্চলে অগ্নিপূজারি শয়তানদের রাজত্বের যবনিকাপাত ঘটেছে ।

Download Now Islamer itihase juddho book pdf

Islamer itihase juddho book pdf download

Wait with us..

You Read this Book: আল্লাহর রাস্তায় যুদ্ধ রিসার্জেন্স পিডিএফ [Direct]

  1. ইসলামের ইতিহাসে যুদ্ধ বইটির লেখক কে?

    উত্তরঃ সাদিক ফারহান ৷

  2. বইটির প্রকাশনির নাম কি?

    উত্তরঃ মাকতাবাতুল আসলাফ



Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi

Next Post Previous Post