মিরিয়া, যোদ্ধা কুমারীর খোঁজে - Miriya: Suzana Abedin Sonali | লেখিকা সুজানা আবেদীন সোনালী

  • বইয়ের নাম         :মিরিয়া, যোদ্ধা কুমারীর খোঁজে।
  • লেখক                :সুজানা আবেদীন সোনালী
  • প্রচ্ছদ                 :লর্ড জুলিয়ান
  • সম্পাদনা            :আশরাফুল সুমন
  • বানান সংশোধন  :তাহমিদ রহমান প্রকাশনী সতীর্থ প্রকাশন মূল্য      :350
  •  জনরা               : হাই ফ্যান্টাসি

মিরিয়া, যোদ্ধা কুমারীর খোঁজে - Miriya: Suzana Abedin Sonali | লেখিকা সুজানা আবেদীন সোনালী

অ্যাপোলো মন্দিরের প্রধান দৈববাণী করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকরের আগমনের যে আবার একই সাথে নিজ জাতির ধ্বংসের কারণ হবে। ফলে গেল দৈববাণী, ধ্বংস হলো যোদ্ধা রাজ্য, বিচ্ছিন্ন রাজ্যসপ্ত রাজ্য।এখন সর্বত্র অভিশপ্ত দল কাটারমেনোস রাজত্ব। প্রার্থনায় সাড়া দিচ্ছেন না দেবতারাও।মুক্তি খুঁজতে পথে নামল ছোট্ট একটা দল, কারণ দৈববাণী আরো একটা হয়েছিল যা ছড়িয়ে দেয়ার আগেই হারিয়ে গিয়েছিল ডাইনি গুহা।খুঁজতে হবে যোদ্ধা কুমারীকে, কে সে,কোথায় আছে, কিসের ছদ্মবেশে লুকিয়ে আছে কোন সে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়?

" হিসেব হবে! শোধ নেব আমি প্রতিটা রক্ত ফোটার, প্রতিটা হাহাকার আর আর্তনাদের! প্রতিটা জীবনের, যায় এখনি শেষ হওয়ার কথা ছিল না!"

অন্ধকার পাতালের অশুভ শক্তির সাথে পৃথিবীর শুভ শক্তির ভারসাম্য রক্ষার জন্য অলিম্পাস বাসি তথা দেবতা জিউস গ্যাং মর্ত্য তে তৈরি করলেন সাতটি রাজ্য যার নাম নাম হল সপ্ত রাজ্য।
১. যোদ্ধা রাজ্য  ২.পরী রাজ্য
৩.জিউস রাজ্য  ৪ জ্ঞান রাজ্য
৫.জাদুকর রাজ্য ৬. এলফ রাজ্য ৭. অতিপ্রাকৃত রাজ্য। সাত ভাই বোনের সুখের সংসার, যারা একে অন্যকে সাহায্য করার এক অতি প্রাচীন শপথে আবদ্ধ। কিন্তু এদের শান্তি হারাম করার জন্য আছে কাটারমেনোস রাজ্য যারা এসব তো রাজ্য তছনছ করে অন্ধকার আর অনাচার কায়েম করতে চায়।

ভীষণ আনন্দের এক দিনে যোদ্ধা রাজ্যে ইস্কাইরোস এপ্টাডাস প্রধান থালিয়া দৈববাণী পেলেন তার ভাই তথা রাজার ঘরে জন্ম নিতে চলেছে সর্বকালের শ্রেষ্ঠ জাদুকর,একই সাথে সে আবার সপ্ত রাজ্যের ধ্বংসের জন্য দায়ী হবে। কোনভাবেই রোখা গেল না এই দৈববাণী।আশঙ্কা হল সত্যি, নষ্ট হল প্রকৃতির ভারসাম্য।

কাটারমেনোস রাজ্যের সাথে যুদ্ধে পরাজিত,ধ্বংস হলো সব রাজ্যের রক্ষাকবচ যোদ্ধা রাজ্য।কায়েম হলো অন্ধকারের প্রভূত্ব।কিন্তু, শেষ মুহূর্তে দৈববাণী আরও একট এসেছিলো,বেঁচে আছে যোদ্ধা কুমারী,সে ফিরে আসবে, ধ্বংস করবে দানবদের, একত্র করবে স্বপ্নরাজ্য। কিন্তু দৈববাণী ছড়িয়ে দেয়ার আগেই লুকিয়ে গেলো ডাইনি গুহা আর এপোলো মন্দির,কে না জানে দৈববাণী ছড়িয়ে দিতে না পারলে সত্যি হওয়ার সম্ভাবনা কমে যায়।

সবাই যখন ভয় আর আশঙ্কায় দিন পার করছে, কাটারমেনোস দানবদের অত্যাচারে ক্রমশ পৃথিবী হারাচ্ছে তার প্রাকৃতিক রং, তখন সাতজনের একটা দল বের হলো,উদ্দেশ্য দ্বিতীয় দৈববাণী উদ্ধার করা, আর খুঁজে বের করা কিংবদন্তির সেই যোদ্ধা কুমারীকে, যার আশায় স্বপ্নরাজ্যের বাসিন্দারা আজও বেঁচে আছে।

  • এই গল্প যোদ্ধা কুমারীর যাকে সবাই খুঁজছে
  • এই গল্প প্রতিশোধের আগুন বুকে বয়ে নিয়ে বেড়ানো এলফ ডাইনি এলেনার
  • রক্তদানব আলেক যে আবার হৃদয়বান মমতাময় ভাই
  • ছেলেমানুষি করা ছটফটে দুরন্ত ডাফিন
  • অল্প বয়সেই একটা দলের নেতৃত্ব পাওয়া আরিয়া
  • রাজপ্রাসাদের সুখ ছেড়ে বেরিয়ে আসা বেন
  • সহজ সরল অ্যাডোনিস
  • আর কথা না বলা চুপচাপ রহস্যময় ক্যালিডার গল্প।

ভালোবাসায় উন্মাদ হতে চালা কাটারমোনাস রাজকুমারী ডালিয়া, দায়িত্ব আর কর্তব্যের মাঝে দ্বিধাগ্রস্ত লেনোরা,মস্তিষ্ক আর হৃদয়ের সাথে যুদ্ধরত রাজকুমার আরশান, অভিশপ্ত জাদুকর রাজা ওরাও আছে  এ গল্পে।

সাত জনের দলটা কি পাবে হারিয়ে যাওয়া ডাইনি গুহা,জানতে পারবে দৈববাণী?কিংবদন্তি হয়ে যাওয়া যোদ্ধা কুমারীকে খুঁজে পাবে,নাকি এই দলের মাঝে লুকিয়ে আছে সে,অপেক্ষা করছে শুভক্ষণের।

এ এক অসাধারণ অভিযান, অভূতপূর্ব অভিজ্ঞতা একটা বই কতটা ভালো লাগলে পড়ার সময় মনে হয় এ যেন আমি নিজেই লিখেছি। চরিত্র বর্ণনা,ওয়ার্ল্ড বিল্ডিং ম্যাজিক সিস্টেম,স্টোরিটেলিং ছিল অসাধারণ।যে খামতি ছিল আমার মনে হয় তা ইচ্ছে করেই পরের পার্ট গুলোর জন্য রাখা হয়েছে।আমার নিজের বোন নাই তাই মনে হয়েছে ডাফনির  মতো দূরন্ত একটা বোন থাকলে কতইনা ভাল হত। আমার মতে এই বইয়ের সব চেয়ে স্ট্রং পয়েন্ট হল ক্যারেক্টার তথা লেখকের সেন্স অব হিউমার এবং স্পিস ডেলিভারি।

এককথায় জাদরেল লেখকদের মত অসাধারণ,আই লাইক ইট।এ ধরনের বই এর পরের পর্বের জন্য আরো কিছুদিন বেঁচে থাকাই যায়।

          ❤️বই হোক সঙ্গী সঙ্গী হোক বইপড়ুয়া ❤️


Tags : bangla tutorial,bangla current affairs,rgj bangla,how to convert word to pdf bangla,pdf,word to pdf,bangla book pdf,hs bangla mcq pdf,hs bangla saq pdf,bangla word to pdf,ms word to pdf bangla,bangla question pdf,bangla pdf book download,quran shikkha bangla pdf,bangla movie,crate pdf file in bangla,bangla cartoon,how to make pdf file bangla,pdf convert bangla tutorial,bangla book pdf free download,bangla,bangla word file to pdf converter, bangla pdf book download,bangla book pdf free download,pdf,bangla book pdf,bangla,bangla tutorial,bangla current affairs,hs bengali question paper 2022 pdf download,class 11 bengali question 2022 pdf download,how to download bangla book pdf free,r s agarwal gs bangla pdf download exam guruji,r s agarwal general science bangla pdf download,how to convert word to pdf bangla,free download,how to download free pdf bangla and english book,download bangla board boi

Next Post Previous Post